আজকাল ওয়েবডেস্ক: চলতি মাসের ২৩ তারিখ ওল্ড ট্র্যাফোর্ডে হবে চতুর্থ টেস্ট। চাপে ভারত। সিরিজে ঘুরে দাঁড়াতে হলে ভারতকে চতুর্থ টেস্ট ম্যাচ জিততেই হবে। ওল্ড ট্র্যাফোর্ডে পন্থ ও বুম বুম বুমরাহকে নিয়ে একইসঙ্গে আশঙ্কা ও আশার বাণী। চতুর্থ টেস্টে বুমরাহকে পাওয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
মূলত পাঁচ টেস্টের সিরিজে তিনটি টেস্ট ম্যাচ খেলার কথা তারকা পেসারের। বুমরাহ ইতিমধ্যেই দু'টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন। ম্যানচেস্টার কি খেলবেন বুমরাহ? নাকি দ্য ওভালে নামবেন? গিল বলেন, ''সময় এলে দেখা যাবে।''
লর্ডসে ৪৩ ওভার বল করেছেন বুমরাহ। সাত উইকেট তাঁর ঝুলিতে। বুমরাহকে অস্বস্তিতে ভুগতে দেখা যায়নি। তবে অনেকেই মনে করছেন, পরের টেস্ট ম্যাচ শুরু হতে এখনও আট দিনের মতো সময় রয়েছে। ফলে বুমরাহ নিজে নামার চেষ্টা করবেন। হেডিংলি টেস্টের পরে সাত দিন সময় পেলেও বুমরাহ কিন্তু এজবাস্টনে নামেননি। সিরিজে ফিরতে গিলের এখন বুমরাহকে খুবই দরকার।
ভারতের প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত মনে করেন ম্যানচেস্টারে হতে চলা চতুর্থ টেস্টে নামতেই হবে বুমরাহকে। চ্যাম্পিয়ন বোলার এখনও পর্যন্ত ৪ ইনিংসে ১২টি উইকেট নেন।

আরও পড়ুন: 'কুলদীপ না থাকায় ভুগছে ভারত', খুল্লমখুল্লা কোচ, শিষ্যের কাছ থেকে সেঞ্চুরি প্রত্যাশিত নয়
দীপ দাশগুপ্ত বলেন, ''চতুর্থ টেস্ট জশপ্রীত বুমরাহ? অবশ্যই। আমি শুনেছি বুমরাহ প্রথম, তৃতীয় ও পঞ্চম টেস্টে খেলবে। এটাই নাকি ওর পরিকল্পনা। কিন্তু পরিস্থিতি এখন বদলে গিয়েছে। ভারত পিছিয়ে পড়েছে সিরিজে। এই অবস্থায় চতুর্থ টেস্টের গুরুত্ব বেড়ে গিয়েছে বহুগুণে। আমরা সবাই চাইব বিশ্বের সেরা বোলার চতুর্থ টেস্টে নামবে।''
১৪ জুলাই শেষ হয়েছে লর্ডস টেস্ট। হাতে আট দিন সময় পাচ্ছেন বুমরাহ। এই আটদিনে পুরোদস্তুর সুস্থ এবং তরতাজা হয়ে উঠবেন তিনি। দীপ দাশগুপ্ত বলছেন, ''লর্ডস ও ম্যানচেস্টার টেস্টের মধ্যে আট দিনের ব্যবধান। চতুর্থ টেস্টের পরে পঞ্চম টেস্ট আদৌ কি প্রাসঙ্গিক থাকবে, সেটাই দেখার। ফলে চতুর্থ টেস্টের গুরুত্ব অপরিসীম।''

দীপের সুর পাওয়া গিয়েছিল অনিল কুম্বলের বক্তব্যে। দেশের প্রাক্তন লেগ স্পিনার বুমরাহ প্রসঙ্গে বলেন, ''এই প্রেক্ষিতে ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে মনে করেন জশপ্রীত বুমরাহর খেলার দরকার রয়েছে। তিনি বলেছেন, ''আমার আশা বুমরাহ খেলবেই। যদি আমি দলের সদস্য হতাম, তাহলে অবশ্যই বুমরাহকে পরবর্তী টেস্টে খেলার কথা বলতাম। বুমরাহ যদি না খেলে এবং তারপর টেস্ট ম্যাচ হেরে যায়, তাহলেই সব শেষ। কারণ সিরিজ তখন শেষ।''
কুম্বলের সংযোজন, ''আমার মনে হয় বুমরাহর দু'টি টেস্ট ম্যাচ খেলা উচিত। আমি জানি বুমরাহ বলেছিল,কেবল তিনটি টেস্ট খেলব। এর পরে আমাদের দীর্ঘ বিরতি আছে। বুমরাহর হোম সিরিজ খেলার দরকার নেই। চাইলে বিরতি নিতেই পারে। তবে বুমরাহর পরের টেস্ট ম্যাচ খেলা উচিত।''
তবে বুমরাহ কী করবেন তা স্থির করবেন তিনি স্বয়ং। লর্ডস টেস্ট ভারতের জেতা উচিত ছিল বলেই মনে করেন অনেকে। কিন্তু ব্যাটসম্যানরা আসল সময়ে ব্যর্থ হলেন। রবীন্দ্র জাদেজা লড়লেন দুই টেলএন্ডারদের নিয়ে। জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ মরিয়া লড়লেন। কিন্তু দিনের শেষে পরিণতি করুণ। ভারতের লড়াই থেমে গেল। মহম্মদ সিরাজের উইকেট নড়ে গেল। হৃদয় বিদারক ছবি লর্ডসে। সিরাজ প্রায় হাঁটু মুড়ে বসে পড়েন। ইংল্যান্ডের ক্রিকেটাররা এসে সান্ত্বনা দেন সিরাজ ও জাদেজাকে।
আরও পড়ুন: রবিনসন-জ্যাকবসের রেকর্ড, তার পরে বোলারদের দৌরাত্ম্য, দক্ষিণ আফ্রিকাকে হারাল নিউজিল্যান্ড
