আজকাল ওয়েবডেস্ক: সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। সূত্রের খবর, সীমিত ওভারের হেড কোচ গ্যারি কার্স্টেনের রিপোর্টের ভিত্তিতে বাবর আজম নেতৃত্ব দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান হতশ্রী পারফরম্যান্স করেছে। সূত্রের খবর, "কার্স্টেনের পর্যবেক্ষণ এবং মতামতে একেবারেই খুশি নন বাবর। এমনকী সহকারী কোচ আজহার মাহমুদকে নিয়েও অসন্তুষ্ট বাবর আজম। বাবরের মনে হয়েছে হতাশাজনক পারফরম্যান্সের জন্য ওকেই কেবল দোষারোপ করা হচ্ছে।''
কার্স্টেনের রিপোর্টের কিছু অংশ পাবলিক হয়ে গিয়েছে। বিরক্ত বাবর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে, অধিনায়কত্ব করতে তিনি আর উৎসাহ পাচ্ছেন না।
সূত্রের খবর, বাবর পিসিবি-র কয়েকজন আধিকারিকের কাছে নালিশ জানিয়েছেন, তাঁর আগের পারফরম্যান্সের দিকে নজরই দেওয়া হল না। তাঁর ক্ষমতার প্রতি আস্থা প্রদর্শনও করা হল না।
কার্স্টেন-ধোনি যুগলবন্দিতে ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল ভারতে। সম্প্রতি কার্স্টেন সাজঘরের পরিবেশ, ক্রিকেটারদের ব্যবহার এবং ইংল্যান্ড সফরে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে কিছু ক্রিকেটারের অসহযোগিতার কথা উল্লেখ করেছেন তাঁর রিপোর্টে।
