আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের শুদ্ধিকরণের জন্য দশ দফা নিয়ম চালু করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এর মধ্যে ঘরোয়া টুর্নামেন্টে খেলা,বিদেশ সফরে সংশ্লিষ্ট ক্রিকেটারের সঙ্গে পরিবারের যাওয়া নিয়েও নির্দেশ রয়েছে। বোর্ডের নতুন নিয়ম নিয়ে এবার মুখ খুললেন তিরাশির বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব।
ইদানীং বিদেশ সফরে পরিবার সঙ্গে নিয়ে যাওয়া নিয়ে নানা কথা হচ্ছে। অভিযোগ তারকা ক্রিকেটাররা খেলে উঠে পরিবার নিয়ে চলে যান অন্যত্র। একসঙ্গে দলের সঙ্গে ঘোরাফেরা করেন না। এতে দলের মধ্যে যে বন্ধন তা আর দৃঢ় হচ্ছে না। কপিল বলছেন, ''বিদেশ সফরে পরিবার নিয়ে যাওয়া খারাপ কিছু ব্যাপার নয়। যদি এক মাসের সফর হয়, তাহলে প্রথম কুড়ি দিন তাদের আলাদা রাখাই উচিত। এতে খেলোয়াড়রা দলের সঙ্গে থেকে খেলবে। একটা দল হয়ে উঠবে। যদি সফর তিন মাসের হয়, তাহলে একমাস খেলোয়াড়দের দলের সঙ্গেই থাকতে দেওয়া উচিত, যাতে বন্ধন দৃঢ় হয়। ক্রিকেট দলগত খেলা, ব্যক্তিগত খেলা নয়, তাই দলের সঙ্গেই ক্রিকেটারদের ঘোরা উচিত।''
ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে বোর্ড। সেই প্রসঙ্গে কপিল বলছেন, ''বিরাট কোহলি, রোহিত শর্মা রঞ্জি ট্রফি খেলেছে ১২ বছর পরে, এটা কি ঠিক? এমন প্রশ্ন করেছেন অনেকেই। এটা একেবারেই ভাল দেখায় না। ওরা পারফর্ম করতে পারেনি, তার জন্য নয়। ওরা রান পাচ্ছে বা ব্যর্থ হচ্ছে, সেটা বিষয় নয়। ঘটনা হল ঘরোয়া ক্রিকেটে রান করতে হবে। পারফরম্যান্স নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, আসলে সিস্টেমটা শক্তিশালী করা দরকার। সংশ্লিষ্ট ক্রিকেটার শূন্য রান করুক বা লাখ লাখ রান, সিস্টেমের মধ্যে থেকেই খেলা উচিত।''
