আজকাল ওয়েবডেস্ক: ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজে বিধ্বস্ত হয়েছে ইংল্যান্ড। সিরিজের ফলাফল ৪-১। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারত ১৫০ রানে হারায় ইংল্যান্ডকে। 

ভারতের সিরিজ জয়ের পরে দেশের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান খোঁচা দিয়েছেন ইংল্যান্ড শিবিরকে। টেনে এনেছেন সেই কুয়াশা প্রসঙ্গ। যে কুয়াশার কথা উল্লেখ করে ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হতে হয়েছিল হ্যারি ব্রুক। 

ইডেনে ইংল্যান্ডের হারের পরে হ্যারি ব্রুককে বলতে শোনা গিয়েছিল, কুয়াশার সমস্যার জন্যই ইংল্যান্ডকে হারতে হয়েছে। 

সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে ইরফান পাঠান নতুন করে ইংরেজশিবিরকে কটাক্ষ করেছেন। টেনে এনেছেন ব্রুকের সেই মন্তব্য। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভারতের সিরিজ জয় 'স্মগ অ্যান্ড ট্রাবল ফ্রি'। 

সোশ্যাল মিডিয়ায় পাঠান লিখেছেন, ''ভারত-ইংল্যান্ড সিরিজের ফলাফল ধোঁয়াশা ও সমস্যা মুক্ত। খুব ভাল খেলেছ ছেলেরা।'' 

ওয়াংখেড়েতে ভারতের জয়ের পিছনে বড় অবদান অভিষেক শর্মার। তিনি ৫৪ বলে ১৩৫ রান করেন। সাতটি বাউন্ডারি ও ১৩টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। টি-টোয়েন্টি ফরম্যাটে এটাই যে কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রান। 

ভারত প্রথমে ব্যাট করে ৯ উইকেটে বিশাল ২৪৭ রান করে। রান তাড়া করতে নেমে ইংল্যান্ড শেষ হয়ে যায় ৯৭ রানে। 

পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড দাঁড়াতেই পারেনি ভারতের সামনে। নিজেদের পিঠ বাঁচাতে কুয়াশার অজুহাত দিয়ে ইংল্যান্ড বাঁচার চেষ্টা করেছিল। কিন্তু বাকি চারটে ম্যাচে কুয়াশা সমস্যা তৈরি করেনি। সেই কারণেই সিরিজের শেষে পাঠান ইংল্যান্ডকে সেই কুয়াশা-খোঁচাই দিলেন।