আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি, রোহিত শর্মা যা পারেননি, সেটা করে দেখালেন শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে প্রথম জয় পেল ভারত।

শুভমান গিল প্রথম ইনিংসে ২৬৯ রান করেন। দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেন।  তাঁকে দেখে মনে হয়নি তিনি আউট হবেন। 

লর্ডসে তৃতীয় টেস্টের বল গড়াবে। সেই টেস্টে গিলকে থামাবেন কে? ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টুয়ার্ট ব্রডের ভবিষ্যদ্বাণী একমাত্র জোফ্রা আর্চারই পারেন ভারত অধিনায়ককে থামাতে। 

ব্রডের ভবিষ্যদ্বাণী আর্চারের বলে এলবিডব্লিউ হবেন গিল। একটি পডকাস্টে ব্রডকে বলতে শোনা গিয়েছে, ''এখন থেকেই দেখতে পারেন। প্যাভিলিয়ন প্রান্ত থেকে বল করছে আর্চার। ওর ডেলিভারি আছড়ে পড়ল গিলের পায়ে। এই কারণেই ফেরানো হচ্ছে ওকে।'' 

আর্চার এখনও পর্যন্ত ১৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। শেষ টেস্ট ম্যাচটি তিনি খেলেছেন সেই ২০২১ সালে। চোটের লাল চোখ দেখে মাঠের বাইরে বসে থাকতে হয় আর্চারকে। লর্ডসে আর্চার ফিরবেন বলেই মনে করা হচ্ছে। তাঁকে গিল কীভাবে সামলান সেটাই দেখার।