আজকাল ওয়েবডেস্ক: বেন স্টোকসের নেতৃত্বে শুরুতেই এগিয়ে গেল ইংল্যান্ড। পাঁচ টেস্টের সিরিজের ফলাফল এখন ১-০।
টেস্ট সিরিজের বল গড়ানোর আগে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের ভবিষ্যদ্বাণী ছিল ইংল্যান্ড সিরিজ জিতবে ৩-১-এ।
কিন্তু হেডিংলি টেস্টের পরেই তিনি তাঁর মতামত বদলে ফেলেন। ভনের এখন মনে হচ্ছে ইংল্যান্ড সিরিজ জিতবে ৪-০-তে।
তা নিয়েই ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফরের সঙ্গে বাকযুদ্ধ চলে সোশ্যাল মিডিয়ায়।
প্রথম টেস্ট শেষ হতেই ওয়াসিম জাফরের উদ্দেশে ভন লেখেন, ''শুভ সন্ধ্যা ওয়াসিম জাফর। আশা রাখি তুমি ঠিক আছো। #১-০।''
শুরুটা করেন ভন। তাঁকে জবাব দেন জাফর। তিনি লেখেন, ''একটা অনভিজ্ঞ তরুণ দলকে নিয়ে তোমার উদ্বেগ দেখে ভাল লাগছে। মাইকেল জয় উপভোগ করো। আমরা আবার ফিরে আসব।''
ভন কিছুতেই ছেড়ে দেওয়ার বান্দা নন। তিনি যা বললেন, তা ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছে চিন্তার ব্যাপার। শুরুটা করেছিলেন ভন। শেষটাও করলেন তিনি। লিখলেন, ''এবার ৪-০ হবে ওয়াসিম।''
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের বল গড়ানোর বহু আগে ভনের ভবিষ্যদ্বাণী ছিল ইংল্যান্ড জিতবে ৩-১-এ। কিন্তু এখন নিজের করা ভবিষ্যদ্বাণী থেকে সরে এসেছেন ভন। বলে দিলেন, ইংল্যান্ড টেস্ট সিরিজ জিতবে ৪-০-এ।
