আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র তিনদিন বাকি। ৩১ অক্টোবরের মধ্যে রিটেনশন তালিকা জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। যুদ্ধকালীন তৎপরতায় দল গোছানোর শেষ পর্বে রয়েছে দশ ফ্র্যাঞ্চাইজি। নিজেদের রিটেনশন তালিকা চূড়ান্ত করার পথে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, সেই তালিকায় নেই আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারের নাম। তাঁকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে কেকেআরের বাকি পাঁচজন ক্রিকেটার। শোনা যাচ্ছে, তাঁদেরই রিটেন করার কথা ভাবা হয়েছে।
এই তালিকায় প্রথম দুইয়ে রয়েছেন ক্যারিবিয়ান জুটি আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে আছেন রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তী। পঞ্চম স্থানে হর্ষিত রানা। দেশের জার্সিতে এখনও অভিষেকের অপেক্ষায় থাকলেও শ্রেয়স আইয়ারের আগে আছেন তিনিও। নাইটদের সাফল্যে সবসময় অবদান রেখেছেন রাসেল এবং নারিন। স্পিন বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বরুণ। আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে আবার জাতীয় দলে ডাক পান রিস্ট স্পিনার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পেয়েছেন বরুণ। গত বছর ব্যাট হাতে তেমন সুযোগ পাননি রিঙ্কু সিং। ১৪ ম্যাচে মাত্র ১৬৮ রান করেন। কিন্তু কেকেআরের সঙ্গে ২০১৮ সাল থেকে আছেন। ফিনিশার হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা নেন। তাই তাঁকে ছাড়ার কথা ভাবছে না কলকাতা। ২০২২ থেকে হর্ষিত নাইটদের সঙ্গে থাকলেও গতবছর সাফল্য পান। ১৯ উইকেট তুলে নেন। তাই রিটেনশনের তালিকায় এই পাঁচজনের নাম প্রথমে থাকবে।
গত আইপিএলে ব্যাট হাতে সফল শ্রেয়স আইয়ার। ১৪ ইনিংসে ৩৫১ রান করেন। স্ট্রাইক রেট ১৪৬.৮৬। অধিনায়ক হিসেবে দলকে তৃতীয়বার চ্যাম্পিয়ন করেন। ২০২২ থেকে কেকেআরে আছেন। যদিও চোটের জন্য ২০২৩ আইপিএলে খেলতে পারেননি। পরিস্থিতি যা তাতে মনে হচ্ছে মেগা নিলামে উঠবেন শ্রেয়স। অধিনায়কের খোঁজে থাকা ফ্র্যাঞ্চাইজিরা আইপিএল জয়ী অধিনায়ককে পেতে ঝাঁপাবে। এরা ছাড়াও কেকেআরে রয়েছেন মিচেল স্টার্ক, ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং। সল্টকে রাখার কথা ভাবা হলেও হতে পারে। আইপিএলের রিটেনশনের নতুন নিয়ম অনুযায়ী, পাঁচজন ক্যাপড প্লেয়ার এবং দু'জন আনক্যাপড প্লেয়ারকে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা।
