আজকাল ওয়েবডেস্ক:‌ মুলতানে ইনিংস ও ৪৭ রানে হেরে লজ্জার রেকর্ড গড়ে ফেলল পাকিস্তান। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনও দল প্রথম ইনিংসে ৫০০ রান তুলেও সেই ম্যাচ ইনিংসে হারল। এর কৃতিত্ব অবশ্য পুরোটাই ইংরেজ ব্যাটসম্যান জো রুট ও হ্যারি ব্রুকের। একজন করেছেন ২৬২। আর একজন ৩১৭। 


পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল ৮২৩/‌৭। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান থেমে যায় ২২০ রানে। 


এই ম্যাচে অবশ্য একাধিক রেকর্ড হয়েছে। তার মধ্যে অন্যতম জো রুট হয়ে গেছেন টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। অ্যালিস্টার কুককে টপকেছেন তিনি। 
ঘরের মাঠে বাংলাদেশের কাছে ০–২ হারের পর এবার মুলতানে ইংল্যান্ডের কাছে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। এবার সত্যিই দলকে নিয়ে ভাবার সময় এসেছে পাক ক্রিকেট বোর্ডের। সঠিক গেমপ্ল্যান না থাকাই যে হারের কারণ তা পরিষ্কার।