আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর ক্রিকেট ভক্তদের জন্য দুঃসংবাদ। বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম দিনের খেলা। তাই সময়ের আগেই মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করে দেওয়া হয়। ৪০ মিনিট পর শুরু হবে দ্বিতীয় সেশন। তবে বৃষ্টির তেজ ক্রমশ বাড়ছে। তাই প্রথম দিনের খেলা হওয়ার সম্ভাবনা কমছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দুপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে প্রথম দিনের খেলা ভেস্তে যেতে পারে। বেঙ্গালুরুতে সকাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে। যার ফলে টস করা সম্ভব হয়নি। মাঝে বৃষ্টি একটু কমেছিল। পুরোপুরি না থামলেও, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। পিচ কভার না সরানো হলেও, একটা আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের ভারী বৃষ্টি নামে।
বৃষ্টির মাঝেই মাঠে দেখা যায় ভারতীয় দলের কয়েকজন তারকাকে। সবার আগে মাঠে নামেন বিরাট কোহলি। তাঁর পেছন পেছন যান যশস্বী জয়েসওয়াল এবং অভিষেক নায়ার। কিন্তু হতাশ মুখেই কিছুক্ষণের মধ্যেই ড্রেসিংরুমে ফিরে যান। 
বেঙ্গালুরুতে টেস্টের প্রথম দু'দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার খেলা আদৌ শুরু করা যাবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফির আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করতে চাইছেন রোহিতরা। কিউয়িদের ক্লিন সুইপ করলেই টিকিট হাতে চলে আসবে। তাই মাঠে নামার জন্য উদগ্রীব থাকবে ভারতীয় দল। উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে কানপুরেও বৃষ্টির জন্য প্রথম আড়াই দিনের খেলা ভেস্তে যায়। কিন্তু আগ্রাসী ক্রিকেটে শেষ দু'দিনেই বাজিমাত করে ভারত। বেঙ্গালুরুতেও তারই পুনরাবৃত্তি ঘটবে কিনা সেটাই দেখার।
