আজকাল ওয়েবডেস্ক: আগুনে স্পেল করলেন খলিল আহমেদ। আর তাঁর ওই ভয়ঙ্কর স্পেলে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে ভারত এ দল সুবিধাজনক অবস্থায়। চার ওভারে চার উইকেট নিয়ে নজর কেড়ে নেন খলিল আহমেদ।
শর্ট পিচ ডেলিভারি দিয়ে তিনি ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরানোর চেষ্টা করেন ৫১-তম ওভারে জর্ডন কক্সকে আউট করেন খলিল। ৫৫-তম ওভারে পরপর দু'বলে খলিল ফেরান জেমস রিউ ও জর্জ হিলকে। এরপরে এই বাঁ হাতি বোলার দুর্দান্ত কোণ ব্যবহার করে ফেরান ক্রিস ওকসকে। জর্জ গিলকে ফেরান দুরন্ত ইয়র্কারে।

খলিল আহমেদ দুর্দান্ত বোলিং করায় জাতীয় দলে ঢোকার সুযোগ বাড়ল তাঁর। কারণ লম্বা ইংল্যান্ড সফরে চোটআঘাতের সমস্যা দেখা দিতেই পারে। তখন খলিল আহমেদ দলে ঢুকতেও পারেন। বাঁ হাতি বোলার যে অ্যাঙ্গেল ব্যবহার করেছেন তা টেস্ট ম্যাচে ইংল্যান্ড ব্যাটারদের সমস্যায় ফেলতে পারে।
খলিল আহমেদ ছাড়া ভারত এ দলের হয়ে তুষার দেশপাণ্ডে ২টি উইকেট নেন। তনুষ কোটিয়ান ও অংশুল কম্বোজ একটি করে উইকেট নেন।
ভারত এ প্রথম ইনিংসে করে ৩৪৮ রান। খলিলের দাপটে ইংল্যান্ড লায়ন্স শেষ হয় ৩২৭ রানে। ভারত এ দল দ্বিতীয় ইনিংসে করে ৪ উইকেটে ১৬৩ রান। ভারত এ এগিয়ে রয়েছে ১৮৪ রানে।
