আজকাল ওয়েবডেস্ক: এফ সি গোয়ার ফেসবুক পোস্টে সিভেরিওড্রাজিকের ছবি দিয়ে লেখা, ''ফর গোয়া, ফর ইন্ডিয়া, এশিয়া হিয়ার উই কাম।'' ওমানের ক্লাব আল সিব-কে হারিয়ে দিল গোয়া। সেই সঙ্গে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ -২ খেলবে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-এ মোহনবাগানের সঙ্গে থাকল গোয়াওম্যাচের ফলাফল গোয়া ২ আল সিব ১।

ওমানের দল আল সিব বেশ শক্তিশালী। এর আগে ২০২২ সালে এফসি চ্যাম্পিয়ন হয়েছিল। এদিন মানোলো মার্কেজের ছেলেরা একপ্রকার অসাধ্য সাধনই করল। মানোলো বলেছিলেন, এই লড়াই আমাদের কাছে কঠিন কিন্তু ওদের জন্যও সহজ হবে না। মাঠে নেমে সেটাই দেখিয়ে দিলেন সিভেরিওরা

খেলার ২৪ মিনিটে গোয়াকে এগিয়ে দেন ডেজান ড্র্যাজিক। বিরতির পর জেভিয়ার সিভেরিও দ্বিতীয় গোলটি করেন গোয়ার হয়ে। আল সিব ৬০ মিনিটে একটি গোল করে ব্যবধান কমায়

এই সিভেরিওবোরহা হেরেরাকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। সেই সময়ে লাল-হলুদের কোচ ছিলেন কার্লেস কুয়াদ্রাত। কিন্তু মরশুমের মাঝপথে তিনি ছেড়ে দেন দুই স্প্যানিশ ফুটবলারকে। সেই যে তাল কাট ইস্টবেঙ্গলের, তা আর ঠিক হল না। কার্লেস কুয়াদ্রাতের ওই ভুল সিদ্ধান্তে ভুগতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। দুই স্প্যানিশ তারকাকে ছেড়ে দেওয়ায় তীব্র সমালোচিত হয়েছিলেন কুয়াদ্রাত। 

এদিন ইস্টবেঙ্গলের ছেড়ে দেওয়া সিভেরিও গোয়াকে নিয়ে গেলেন এশিয়া পর্যায়ের টুর্নামেন্টেএফ সি গোয়ার কাছে আজ দারুণ এক মুহূর্ত। সিভেরিওর গোলের ভিডিও দিয়ে লেখা হয়েছে, এই গোল আমাদের পৌঁছে দিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে।

আরও একটি পোস্টে লেখা হয়েছে, নেক্সট স্টপ এএফসি চ্য়াম্পিযন্স লিগ ২। ক্যাপশন হিসেবে লেখা ইন্ডিয়া উই ডিড ইট। স্ট্রেট ইনটু দ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ গ্রুপ স্টেজেস

শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিল আল সিবগোয়ার পল মোরেনো রক্ষণকে মজবুত করার চেষ্টা করেন। জাহির আল আঘবারির খুব কাছ থেকে নেওয়া শট ব্লক করা হয়

এফসি গোয়া কিন্তু থিতু হতে একটু সময় নেয়। খেলার নবম মিনিটেই ড্র্যাজিক গোল করে এগিয়ে দিতে পারতেন এফসি গোয়াকেবাঁ দিকে তিনি অরক্ষিত ছিলেন। সেই সময়ে বল পেয়ে আল সিবের গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন। সামনে কেবল গোলকিপার। কিন্তু ড্র্যাজিক গোলে বল পাঠাতে পারেননি। তাঁর শট আল সিবের গোলকিপার ধরে ফেলেন। ২৩ মিনিটে ফের আল সিবের আক্রমণ। কিন্তু এক্ষেত্রে গোয়ার গোলকিপার হৃত্বিক তিওয়ারি গোয়াকে রক্ষা করেন। বোরাহা হেরেরার দূরপাল্লার পাস থেকে বল ধরে ড্র্যাজিক এগিয়ে দেন গোয়াকেদ্বিতীয়ার্ধে ড্র্যাজিক আরও এেকবার গোল করার মতো জায়গায় চলে গিয়েছিলেন। তাঁর জোরালো শট বাঁচিয়ে দেন আল সিবের গোলকিপারশেষমেশ বোরহার কর্নার থেকে ভাসানো বলে হেডে গোল করেন সিভেরিও

আর পিছনে ফিরে তাকাতে হয়নি গোয়াকে। বাকি সময়টা আল সিবকেও আর বিপজ্জনক হতে দেয়নি তারা। রেফারির শেষ বাঁশির পরে স্টেডিয়াম উত্তাল হয়। গোয়া ছাড়পত্র পেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ খেলার। 

আরও পড়ুন: 'কামিন্সরা আমাদের খেলোয়াড়দের উলঙ্গ করে দিত', পাকিস্তানের লজ্জার হারের পরে শোয়েবের বোমা ...