আজকাল ওয়েবডেস্ক: বল হাতে একের পর এক নজির গড়েই চলেছেন ফারহান আহমেদ১৭ বছরের ক্রিকেটার এখনও সাবালক হননিকিন্তু বাইশ গজে তিনি সাবালকের মতো পারফরম্যান্স করে চলেছেনগত বছর প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেনএবার টি-টোয়েন্টি ফরম্যাটে হ্যাটট্রিক করলেন

ইংল্যান্ডের টি-টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি ব্লাস্টে নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছিলেন ফারহানপ্রতিপক্ষ ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে টানা তিন বলে তিন উইকেট নেন ১৭ বছরের ক্রিকেটার। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৫ রানের বিনিময়ে পাঁচ-পাঁচটি উইকেট পকেটে পুরে নেন এই অফ স্পিনার

ভাইটালিটি ব্লাস্টের এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ট্রেন্ট ব্রিজেল্যাঙ্কাশায়ারের ইনিংসের শেষ তিন বলে লুক উড, টম অ্যাস্পিনওয়াল ও মিচেল স্ট্যানলিকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন ফারহান১৭ বছর ১৪৭ দিন বয়সে হ্যাটট্রিক করে ফারহান এখন দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার

আরও পড়ুন: কবে হবে মেসি বনাম ইয়ামাল দ্বৈরথ? প্রকাশ্যে এল ফিনালিসিমার দিনক্ষণ

সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করে নজির গড়েন সিয়েরা লিওনের জর্জ সেসের২০২৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বৎসোয়ানার বিরুদ্ধে তিনি হ্যাটট্রিক করেন ১৭ বছর ৩ দিন বয়সে। শেষ তিন বলে তিন উইকেট নিয়ে ফরাহানের মতো হ্যাটট্রিক করেছিলেন। 

Farhan Ahmed of Nottinghamshire celebrates dismissing Mitchell Stanley of Lancashire to complete a hat trick during the Vitality Blast match between Nottinghamshire Outlaws and Lancashire Lightning at Trent Bridge on July 18, 2025 in Nottingham, England

ফারহান হ্যাটট্রিক করলেন কেরিয়ারের ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচে। পাঁচ উইকেট পেলেন প্রথমবার। এবারের ভাইটালিটি ব্লাস্ট দিয়েই অভিষেক হয় ফারহানেরপ্রথম পাঁচ ম্যাচে কেবল তিনটি উইকেট সংগ্রহ করেছিলেন। পর পর দুই ম্যাচে রান দিয়ে ফেলেছিলেন অনেক। ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে অবশ্য পুষিয়ে দেন ফারহান

নটিংহ্যামশায়ারের শেষ ম্যাচ ছিল এটি। ল্যাঙ্কাশায়ারকে ১২৬ রানে হারালেও কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য তা যথেষ্ট ছিল না। ফারহান হলেন ইংল্যান্ডের ২০ বছর বয়সী লেগ স্পিনার রেহান আহমেদের ভাই। গত বছর কাউন্টিতে অভিষেক ম্যাচে ১০ উইকেট নিয়ে দেড়শো বছর পুরোনো রেকর্ড ভাঙেন তিনি।

?ref_src=twsrc%5Etfw">July 18, 2025

সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ফারহান। তখন তাঁর বয়স ১৬ বছর ১৮৯ দিন। ট্রেন্ট ব্রিজের ওই ম্যাচে ফারহান হয়ে যান প্রথম শ্রেণির ক্রিকেটে নটিংহ্যামশায়ারের সর্বকনিষ্ঠ ক্রিকেটার। 

বিশেষজ্ঞদের অভিমত, ফারহান আহমেদের উত্থান আকস্মিক নয়। এই তরুণ ক্রিকেটার শুরু থেকেই নিজেকে প্রমাণ করে আসছেন এবং তাঁর কেরিয়ারের শুরুটা সত্যিই দারুণ। তার বোলিং অ্যাকশন এবং বৈচিত্র্যপূর্ণ ডেলিভারি তাকে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য আরও কঠিন করে তুলেছে। পাঁচ উইকেট পেলেও ম্যাচের সেরা হয়নি সে। ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছে টম মুরস। 

 ২০ ওভারে মাত্র ১২৬ রানে শেষ হয়ে যায় ল্যাঙ্কাশায়ারের ইনিংস। জবাবে মাত্র ১৫.২ ওভারে মাত্র ৬ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে নেয় নটিংহ্যামশায়ার।

এবার টি-টোয়েন্টিতে এই কীর্তি। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স ফারহানের। কবে খুলবে ইংল্যান্ডের জাতীয় দলের দরজা, সেটাই এখন দেখার। 

আরও পড়ুন:  'ফর্মের তুঙ্গে আছে, প্রচুর শতরান করা উচিত,' ভারতের তারকা ব্যাটার প্রসঙ্গে ভবিষ্যদ্বাণী প্রাক্তন কোচের