আজকাল ওয়েবডেস্ক: ওপেন করতে নেমে ১৫ বলে ৩৮ রান করেছিলেন তিনি। সেই ইনিংসে ছিল চারটি ছক্কা ও দু'টি চার। 
তবুও সুপার ওভারে নামানো হল না বৈভব সূর্যবংশীকে। তিনি না নামায় এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে বাংলাদেশ-এ দলের কাছে হার মানে ভারত-এ দল। 

হারের পর ভারতের সুপার ওভারে ব্যাটিং লাইন-আপ নিয়ে প্রশ্ন ওঠে। কেন সূর্যবংশীকে পাঠানো হল না ওপেন করতে, এমন প্রশ্নও উড়ে আসে ভারত এ দলের অধিনায়ক জীতেশ শর্মার দিকে। তিনি ও রামনদীপ সিং ওপেন করতে নামেন। পরে নামেন আশুতোষ শর্মা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীতেশ বলেন, ''পাওয়ারপ্লের মাস্টার সূর্যবংশী ও প্রিয়াংশ আর্য। কিন্তু ডেথ ওভারে স্ট্রোক প্লেয়ার ছিলাম আমি, রমনদীপ সিং ও আশুতোষ শর্মা। এটা ছিল আমার ও দলীয় সিদ্ধান্ত।''

হারের নৈতিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন জীতেশ। তিনি বলেন, ''দায়টা আমার। সিনিয়র হিসেবে ম্যাচটা আমার শেষ করে আসা উচিত ছিল।''

সোশ্যাল মিডিয়ায় ভারতের ক্রিকেটপ্রেমীরা সুপার ওভারে সূর্যবংশীকে না নামানোয় মুণ্ডপাত শুরু করে দিয়েছেন। জীতেশ আউট হওয়ার সময় ড্রেসিংরুমে সূর্যবংশীর চিন্তিত মুখের ছবি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। 

কেউ কেউ প্রশ্ন তুলেছেন, জীতেশ নিজে নায়ক হওয়ার জন্যই কি সুপার ওভারে সূর্যবংশীকে ব্যাটিংয়ে পাঠাননি? জীতেশের সিদ্ধান্ত যে ভুলে ভরা ছিল তা ম্যাচ হেরেই বোঝা গেল।