আজকাল ওয়েবডেস্ক: কঠিন সময় যাচ্ছে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার। টেস্টে তো একেবারেই ফর্মে নেই। কিউয়িদের কাছে দেশের মাঠে ০–৩ হার। কিউয়িদের বিরুদ্ধ তিনটি টেস্টের একটিতেও রান পাননি রোহিত। কোথায় হচ্ছে সমস্যা? চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকার। টাইমিংয়ে সমস্যা হচ্ছে রোহিতের। হাতের শক্তির মাধ্যমে বল বাউন্ডারি লাইন পার করার চেষ্টা করছেন। মঞ্জরেকারের কথায়, ‘রোহিত বেপরোয়া ভাবে ব্যাটিং করছে এটা কখনোই বলব না। দলের জন্য রান করার চেষ্টা করছেন রোহিত। দুটো তিনটে ডট বল হলেই রোহিত বিরক্ত হয়ে পড়ছে। বাউন্ডারি মারার চেষ্টা করছে। নিজের রক্ষণের উপর ভরসা রাখতে পারছে না। টাইমিংয়ে গলদ হচ্ছে। গায়ের জোরের মাধ্যমে বল বাউন্ডারি লাইন পার করার চেষ্টা করছে রোহিত। ফলে এই সমস্যা হচ্ছে।’ এরপরই তিনি জুড়ে দিয়েছেন, ‘আর তা করতে গিয়ে টাইমিংয়ে সমস্যা হচ্ছে। ফলে আউট হয়ে যাচ্ছেন রোহিত। কখনও কখনও স্টেপ আউট করতে যাচ্ছেন। ঠিকঠাক টাইমিং হচ্ছে না। ফলে যা হওয়ার তাই হচ্ছে।’
কিউয়িদের বিরুদ্ধে তিন টেস্টে মাত্র ৯১ রান করেছেন রোহিত। ইতিমধ্যেই ২১ টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। ১২টি জিতেছেন। আর হার সাতটিতে।
এই পরিস্থিতিতে বর্ডার–গাভাসকার ট্রফিতে ভাল কিছু করতে না পারলে রোহিতের টেস্ট ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।
