আজকাল ওয়েবডেস্ক: ভারতে বাজবল? নির্দিষ্ট করে বলতে হলে, কানপুরের গ্রিনপার্কে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ভারতের ব্যাটিংয়ের সঙ্গে বাজবলের তুলনা টানলেন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আগ্রাসী ক্রিকেট খেলেন ভারতীয় ব্যাটাররা। দ্রুত রান তোলেন। বাংলাদেশ ২৩৩ রানে অল আউট হওয়ার পর শুরুতেই ম্যাচের টোন সেট করে দেন রোহিত শর্মা এবং যশস্বী জয়েসওয়াল। এই প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে ভন লেখেন, 'আমি দেখছি ভারত বাজবল খেলছে।' ভারতের এই ঝড়ো ব্যাটিংকে তাঁদের আক্রমনাত্মক স্টাইলের সঙ্গে তুলনা করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ২০২২ সালে ব্রেন্ডন ম্যাককালাম লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর 'বাজবল' জনপ্রিয় হয়। সাধারণত ইংল্যান্ড ছাড়া কেউ টেস্টে এতটা আক্রমনাত্মক ক্রিকেট খেলে না। রোহিত, রাহুলদের ব্যাটিংকে নিজেদের স্টাইলের সঙ্গে তুলনা করলেন মাইকেল ভন।
বৃষ্টিবিঘ্নিত টেস্ট জিততেই আগ্রাসী ক্রিকেট খেলেন রোহিতরা। বৃষ্টিতে আড়াই দিনের খেলা ভেস্তে যায়। বাকি আড়াই দিনের মধ্যে রেজাল্ট বের করতেই প্রথম ইনিংসের প্রথম বল থেকেই আক্রমনাত্মক ক্রিকেট খেলে ভারতীয় ব্যাটাররা। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে একনম্বরে রয়েছে ভারত। ২-০ তে সিরিজ জয় তাঁদের জায়গা আরও মজবুত করেছে। কানপুর টেস্ট ড্র হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন করতে বাকি আট টেস্টের মধ্যে পাঁচটি জিততেই হত রোহিতদের। যা কোনওভাবেই সহজ হত না। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে তাঁদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। বাকি তিন টেস্ট ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয় রোহিত, কোহলিদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা প্রায় পাকা করে দিয়েছে।
