আজকাল ওয়েবডেস্ক:‌ ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। দলে ফেরানো হয়েছে লিয়াম ডসনকে। শোয়েব বশির চোটের জন্য সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে স্পিনার হিসেবে ডসনকে প্রথম একাদশে জায়গা দিল ইংল্যান্ড। বুধবার থেকে শুরু হবে ম্যাঞ্চেস্টার টেস্ট। তাঁর দু’‌দিন আগে প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড। প্রথম একাদশে এই একটিই মাত্র বদল হয়েছে।


প্রসঙ্গত, ২০১৭ সালে নটিংহ্যামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ বার টেস্ট খেলেছিলেন ডসন। আবার তিনি টেস্ট দলে ফিরলেন। ডসনের অভিষেক হয়েছিল ২০১৬ সালে ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টে। এখনও পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন ডসন। সাতটি উইকেট নিয়েছেন এবং ৮৪ রান করেছেন।


টেস্ট দলে ডাক না পেলেও বিশ্বজুড়ে টি২০ লিগে খেলেছেন ডসন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পরিসংখ্যান খুবই ভাল। ২১২টি ম্যাচ খেলে ৩৭১টি উইকেট নিয়েছেন। ১০৭৩১ রানও রয়েছে। অর্থাৎ বলের পাশাপাশি ব্যাটের হাতও খারাপ নয়।


ইংল্যান্ডের সহ অধিনায়ক হ্যারি ব্রুক ডসন সম্পর্কে বলেছেন, ‘‌ডসন খুবই দক্ষ ক্রিকেটার। ওকে পেয়ে আমাদের খুবই উপকার হবে। পৃথিবীজুড়ে ও খেলেছে। সবার বিরুদ্ধে খেলেছে। আশা করি ম্যাঞ্চেস্টারে ওর অসাধারণ পারফরম্যান্স দেখতে পাব।’‌ 

 

আরও পড়ুন:‌ এ কি হল বেকসের!‌ লজ্জায় হতে হল লাল


তবে শুধু বোলিং নয়। ডসন আসায় ইংল্যান্ডের ব্যাটিংও মজবুত হল। এমনিতেই সিরিজে ২–১ এগিয়ে রয়েছেন স্টোকসরা। ম্যাঞ্চেস্টারে যদি তাঁরা জেতেন, তা হলে সিরিজও জেতা হয়ে যাবে ইংল্যান্ডের। 


প্রসঙ্গত, লর্ডসে বশিরের বাঁ হাতের আঙুল ভেঙে গিয়েছিল। ম্যাচের পরেই তাঁর অস্ত্রোপচার হয়। তবে দলকে জিতিয়েছিলেন তিনিই। পঞ্চম দিন বশিরের বল আটকে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। তবে সেই বল উইকেট ভেঙে দেয়। ২২ রানে হারে ভারত।

ইংল্যান্ড দলটা এরকম:‌ জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (‌অধিনায়ক)‌, জেমি স্মিথ (‌উইকেটরক্ষক)‌, লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার।

এদিকে, চতুর্থ টেস্টের আগে চোট সমস্যায় জর্জরিত টিম ইন্ডিয়া। নেই নীতিশ রেড্ডি এবং অর্শদীপ সিং। ভারতীয় অলরাউন্ডার সিরিজের বাকি দুই টেস্টেই নেই। তবে এখনও তাঁর পরিবর্তের নাম ঘোষণা করেননি বোর্ড। অর্শদীপের জায়গায় অংশুল কম্বোজকে নেওয়া হয়। সিরিজে টিকে থাকতে ম্যাঞ্চেস্টারে জিততেই হবে। আকাশ দীপের ফিটনেস নিয়েও সংশয় ছিল। কিন্তু তাঁকে রেখেই চতুর্থ টেস্টের দল ঘোষণা করা হয়। নেওয়া হয়েছে অংশুল কম্বোজকেও।‌


অন্যদিকে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য পাঁচের মধ্যে তিনটে ম্যাচ খেলবেন জসপ্রীত বুমরা। ইতিমধ্যেই প্রথম এবং তৃতীয় ম্যাচ খেলে ফেলেছেন। সেই দুটো টেস্টেই হেরেছে ভারত। তিন ম্যাচের পর ১–২ এ পিছিয়ে টিম ইন্ডিয়া। ম্যাঞ্চেস্টারে হারলেই সিরিজ খোয়াবে শুভমন গিলরা।‌ এমন পরিস্থিতিতে সবাইকে আশ্বস্ত করলেন সিরাজ। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই নিয়ে কোনও মন্তব্য করেনি। তারই মধ্যে বুমরার সতীর্থ জানিয়ে দিলেন, চতুর্থ টেস্টে খেলবেন তারকা পেসার। সিরাজ বলেন, ‘‌আমি যতদূর জানি, বুম খেলবে। আকাশ দীপের কুঁচকিতে চোট আছে। তবে ও বল করেছে। ফিজিওরা তাঁকে পরখ করবে। কম্বিনেশন বদলাচ্ছে। তবে আমাদের সঠিক জায়গায় বল রাখতে হবে। আমাদের একটাই সোজাসাপটা প্ল্যান, ভাল জায়গায় বল রাখা।’‌