আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেরও বটে। সেই ডেভিড বেকহ্যাম। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তাঁর ফুটবল দক্ষতার জন্য পরিচিত। জনপ্রিয় সাজসজ্জার জন্যও। ৫০ বছরের প্রাক্তন ফুটবলার চেয়েছিলেন, নিজের পুরনো কেশসজ্জা ফিরিয়ে আনতে। নিজে নিজে চেষ্টা করতে গিয়ে ঘটিয়ে ফেলেন বিপত্তি। তাঁর ঘেঁটে যাওয়া কেশসজ্জার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম।
২০০০ সালের প্রথম দিকে বেকহ্যামকে দেখা যেত ‘স্কিনহেড’এ বা প্রায় ন্যাড়া মাথায়। তাঁর সেই কেশসজ্জা ফুটবলপ্রেমীদের মধ্যে জনপ্রিয়ও হয়েছিল। আবার তেমনই করতে চেয়েছিলেন বেকস। ট্রিমার দিয়ে নিজেই চুল কাটার চেষ্টা করেছিলেন। তাতেই ঘটে বিপত্তি।
মেশিন চালু করে চুলে ছোঁয়াতেই খসে পড়ে যায় ট্রিমারের সামনের অংশ। সঙ্গে এক খাবলা চুল। মাথার সামনে ডান দিকের খানিকটা অংশের চুল খাবলা হয়ে উঠে যায়। আয়নায় নিজের কীর্তি দেখে লজ্জা পেয়ে যান নিজেই। হাত দিয়ে মাথার এই অংশ ঢাকার চেষ্টা করেন প্রাক্তন ফুটবলার। বেকহ্যাম সম্ভবত বুঝতে পারেননি, ট্রিমারের ক্লিপারের হেড আলগা ছিল। সে জন্যই এই বিপত্তি।
তত ক্ষণে তাঁর বিকৃত কেশসজ্জার ভিডিও তুলে ফেলেন স্ত্রী ভিক্টোরিয়া। সেখানেই থেমে থাকেননি তিনি। স্বামীর সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভিক্টোরিয়া মজা করে লিখেছেন, ‘কী হয়েছে? কেন হয়েছে? কিভাবে হয়েছে?’ বেকহ্যামের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
এদিকে, করুণ নায়ার। দীর্ঘ আট বছর পর টেস্ট দলে সুযোগ পেয়েছেন। কিন্তু ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট খেললেও তিনি ব্যর্থ। তবে ঘরোয়া মরসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। সব ফরম্যাট মিলিয়ে ৯টি সেঞ্চুরি করেছিলেন। দীর্ঘ সময় পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও টিম পান। খেলার সুযোগও। প্রত্যাবর্তন ম্যাচে দুর্দান্ত পারফর্মও করেছিলেন। ক্রিকেটের কাছে যে দ্বিতীয় সুযোগ চেয়েছিলেন, ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে সেটা পেয়েছিলেনও। ভারতীয় ক্রিকেট প্রেমীরা দাবি তুলেছিলেন টেস্ট ক্রিকেটেও ফেরানো হোক করুণ নায়ারকে। ইংল্যান্ড সফরের দলে সুযোগ পেয়েছেন। যদিও প্রথম তিন টেস্টে তাঁর সর্বাধিক স্কোর ৪০। চতুর্থ ম্যাচে সুযোগ পাবেন কি না নিশ্চিত নয়। এর মাঝেই দল বদল করলেন করুণ নায়ার।
তিনি কর্ণাটকের ক্রিকেটার। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ফর্মের কারণে রাজ্য দল থেকে বাদ পড়েছিলেন। দ্বিতীয় সুযোগ খুঁজছিলেন। অন্যান্য টিমে ট্রাই করেন। অবশেষে বিদর্ভ তাঁকে সেই সুযোগটা দেয়। বিদর্ভের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন গত মরসুমে। যে কারণে জাতীয় দলেও প্রত্যাবর্তন হয়েছিল। আগামী মরসুমে ফিরছেন নিজের রাজ্যেই। ক্রিকেট ওয়েব সাইট ক্রিকবাজের খবর অনুযায়ী, কর্ণাটকেই ফিরছেন করুণ নায়ার।
শুধু তাই নয়, কর্ণাটকের এক ক্রিকেটার বাসুকি কৌশিক কর্ণাটক ছেড়ে গোয়ায় যোগ দিচ্ছেন। তাঁকে নো অবজেকশন সার্টিফিকেটও দিয়েছে কর্ণাটক ক্রিকেট সংস্থা। গোয়া টিমে রয়েছেন মুম্বইয়ের পেস বোলিং অলরাউন্ডার তথা শচীন তেন্ডুলকর পুত্র অর্জুন তেন্ডুলকার। বাসুকি কৌশিকের যোগ দেওয়ায় টিম আরও শক্তিশালী হল বলাই যায়।
এদিকে, বুধবার থেকে শুরু চতুর্থ টেস্ট। তার আগে জোর ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য ছিটকে গিয়েছেন অর্শদীপ সিং। ম্যাঞ্চেস্টার টেস্টে তাঁকে পাওয়া যাবে না। কিন্তু শেষ টেস্টে ফিরবেন তরুণ পেসার। তবে সিরিজের বাকি দুই টেস্ট থেকে ছিটকে যান নীতিশ কুমার রেড্ডি।
