আজকাল ওয়েবডেস্ক: একসময়ের প্রতিপক্ষ এবার একই দলে। মাঠের চরমতম 'শত্রু' এখন বন্ধু। বন্ধুত্বের দিনে এর থেকে ভাল গল্প আর কী হতে পারে!
এত পর্যন্ত পড়ার পরে অনেকেই কৌতূহলী হয়ে উঠতে পারেন। মনে করতে পারেন কাদের কথা বলা হচ্ছে। এবারের ইস্টবেঙ্গল মিলনান্তক সব ছবির জন্ম দিচ্ছে। গুরু ও শিষ্যের যুগলবন্দি নতুন করে ফের দেখা যাবে এই বঙ্গে।
বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের কোচ ছিলেন অস্কার ব্রজোঁ। তাঁর কোচিংয়ে পদ্মাপাড়ের ক্লাবে খেলেছেন ব্রাজিলীয় মিগুয়েল। এবার ইস্টবেঙ্গলে আবার গুরু-শিষ্যের দেখা। তেমনই প্যালেস্তাইনের রশিদ ও মরোক্কোর হামিদ আহদাদের দেখা হল নতুন ক্লাবে। নতুন ঠিকানায়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওয় দেখা যাচ্ছে, কলকাতায় সদ্য পা রাখা হামিদ আহদাদকে হোটেলে স্বাগত জানাচ্ছেন রশিদ স্বয়ং। হামিদ ও রশিদ দু'জনেই আরবী ভাষায় কথা বলেন। একে অপরের ভাষা বোঝেন। তাছাড়াও দুই লাল-হলুদ তারকা একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিলেন বছর ছয়েক আগে।
অর্থাৎ ইস্টবেঙ্গলে আসার আগে থেকেই দু'জনের পরিচয়। একে অপরকে চেনেন। সেই সময়ে হামিদ আহদাদ খেলতেন রাজা কাসাব্লাঙ্কায়। আর রশিদের পিঠে ছিল হিলাল আল কুদসের জার্সি। রাজা কাসাব্লাঙ্কা মরোক্কোর বিখ্যাত ক্লাব। আর হিলাল আল কুদস প্যালেস্তাইনের।

আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন হামিদ ও রশিদ। সেও ছ'বছর আগের প্রতিযোগিতায়। প্রথম লেগে রাজ কাসাব্লাঙ্কা ১-০ গোলে হারায় হিলাল আল কুদস ক্লাবকে। দ্বিতীয় সাক্ষাতেও রশিদের দল হার মানে হামিদের রাজা কাসাব্লাঙ্কার কাছে। সেই ম্যাচের ফলাফল হয়েছিল ২-০। অর্থাৎ দু'বারই হামিদ জেতেন। রশিদ জেতার সুযোগ পাননি হামিদের বিরুদ্ধে।
সেদিনের দুই প্রতিপক্ষ এবার একইসঙ্গে ইস্টবেঙ্গলে। একজন মাঝমাঠের দখলদারি নেবেন। আরেকজন প্রতিপক্ষের জালে বল জড়িয়ে লাল-হলুদ সমর্থকদের স্বস্তি ফেরাবেন।
একসময়ে মাঠের দুই প্রবলতর প্রতিপক্ষ এবার কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন ইস্টবেঙ্গলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সময় কত দ্রুতই না বদলে যায়। একসময়ে মরোক্কোর মাঠে দু'জন লড়েছেন ম্যাচ জেতার জন্য। এবার লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব তাঁদের শ্বাসপ্রশ্বাসে। আরবি ভাষায় কথা বলা দুই তারকা মাঠে ঝাঁপিয়ে পড়বেন 'জয় ইস্টবেঙ্গল' বলে।
আরও পড়ুন: কাকে দশকের সেরা ক্রিকেটার বাছলেন শাস্ত্রী? জেনে নিন নামটা
