আজকাল ওয়েবডেস্ক: নতুন মরশুমের আগে দল গঠন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ইস্টবেঙ্গল কর্তারা। সোমবার বিকেলে ইমামির অফিসে চলল ম্যারাথন মিটিং। ইমামি কর্তা আদিত্য আগরওয়াল, বিভাস আগরওয়াল ছাড়াও ছিলেন দেবব্রত সরকার সহ ইস্টবেঙ্গলের শীর্ষকর্তারা। ছিলেন কার্যকরী কমিটির সদস্য ঝুলন গোস্বামীও। প্রায় তিন ঘন্টা ধরে বৈঠক চলে। আগের বছর বাজেট নিয়ে সমস্যা ছিল। পছন্দের ফুটবলার পাননি তৎকালীন কোচ কার্লেস কুয়াদ্রাত। কিন্তু এবার আর সেই ভুল করতে চান না কর্তারা। জানিয়ে দেওয়া হয়, বাজেট বাধা হয়ে দাঁড়াবে না। পছন্দের ফুটবলার পাবেন অস্কার ব্রুজো। থংবয় সিংটোর সঙ্গে মিলে দল সাজাবেন তিনি। দেবব্রত সরকার বলেন, 'বাজেট সমস্যা নয়। ভাল দল করতে হবে। কোচের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশি নেব। প্লেয়ার নেওয়ার জন্য বিদেশেও যাওয়া হতে পারে। আমরা গতবছর মেডিক্যাল সিস্টেমের জন্য ভুগেছি। এবার মেডিক্যাল সিস্টেম ভাল করতে হবে।'
আগের বছর চোট-আঘাতের জন্য ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে। কখনওই পুরো দল পাননি অস্কার। ফুটবলারদের প্রাক মরশুম প্রস্তুতিও সঠিক প্রক্রিয়ার হয়নি। যার ফলে গোটা মরশুম জুড়ে একাধিক চোট-আঘাত হয়। মেডিক্যাল ইউনিট নিয়ে মরশুমের প্রথম থেকেই সমস্যা ছিল। তাই এবার এদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। ঢেলে সাজানো হচ্ছে মেডিক্যাল সিস্টেম। নতুন ফিজিও আনা হচ্ছে। হেড ফিজিও বদল করা হয়েছে। নতুন রিহ্যাব সেন্টার গঠনের পরিকল্পনা চলছে। যাতে গত মরশুমের পুনরাবৃত্তি না ঘটে। বিভাস আগরওয়াল জানান, নিজেদের রিহ্যাব সেন্টার গড়ার চেষ্টা করা হবে। বিশেষ জোর দেওয়া হচ্ছে মেডিক্যাল সিস্টেমের ওপর। মেডিক্যাল দলও বদলে ফেলা হয়েছে। ঝুলন গোস্বামীকে কীভাবে ইস্টবেঙ্গলের কাজে লাগানো যায় সেই নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়।
