আজকাল ওয়েবডেস্ক: জল্পনাই সত্যি হল। ইস্টবেঙ্গলের নতুন কোচ হলেন অস্কার ব্রুজন। পঞ্চমীর দিন রাতে কার্লেস কুয়াদ্রাতের উত্তরসূরির নাম ঘোষণা করা হয়। মরশুম শেষ পর্যন্ত চুক্তি বসুন্ধরা কিংসের প্রাক্তন কোচের সঙ্গে। ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর অস্কার বলেন, 'আমি এই সুযোগ কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা করব। আমি ইস্টবেঙ্গলের লক্ষ্য সম্বন্ধে অবগত। ইস্টবেঙ্গলের মতো একটা ঐতিহাসিক ক্লাবের কোচ হওয়া বিশাল দায়িত্বের। ভারতের সবচেয়ে আবেগপ্রবণ ফ্যানদের মধ্যে ইস্টবেঙ্গলের ভক্তরা পড়ে। এই পরিবারের সদস্য হতে পেরে দারুণ লাগছে। আমরা সবাই মিলে দলের ইতিবাচক স্পিরিট ফেরানোর চেষ্টা করব। রেজাল্ট দেওয়ার চেষ্টা করব।' দায়িত্ব পেয়েই এএফসি চ্যালেঞ্জ লিগে গুরুত্ব দেওয়া কথা বলেন স্প্যানিশ কোচ। অস্কার বলেন, 'আইএসএলের পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগেও ভাল রেজাল্টের বিষয়ে আমি আত্মবিশ্বাসী। দলের মধ্যে জয়ের মানসিকতা নিতে আসতে চাই।' 

প্রথমে তাঁর নাম না থাকলেও বেশ কয়েকদিন ধরেই কোচের দৌড়ে ঢুকে পড়েছিলেন অস্কার। তাঁর দিকেই পাল্লাভারী ছিল। অস্কারের কোচ হওয়া শুধু সময়ের অপেক্ষা ছিল। শেষপর্যন্ত বাকিদের পেছনে ফেলে ইস্টবেঙ্গলের হটসিটে বসার দায়িত্ব পেলেন তিনি। আইএসএলের শেষ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ইস্টবেঙ্গলের। বাংলাদেশের বসুন্ধরা কিংসের কোচ হিসেবে সফল অস্কার। ক্লাবকে একাধিক ট্রফি দিয়েছেন। ভারতীয় ফুটবল সম্পর্কেও প্রচুর ধারণা রয়েছে। স্পোর্টিং ক্লুব দ্য গোয়া দিয়ে ভারতে কোচিংয়ে হাতেখড়ি। গোয়ার ক্লাবেই প্রথম আসেন অস্কার। তারপর মুম্বই সিটি এফসি এবং মুম্বই এফসিতেও ছিলেন। কিন্তু আইএসএলে কোচিং করানোর অভিজ্ঞতা নেই। তবে বিভিন্ন দেশে কোচিং করানোর ফলে ৪৭ বছরের কোচের আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রচুর। মূলত ভারতীয় ফুটবলে কোচিং করানোর অভিজ্ঞতা থাকায়, তাঁকেই বেছে নিল ইস্টবেঙ্গল। অস্কারের অধীনেই ডার্বিতে নামবে লাল হলুদ। চলতি সপ্তাহের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কোচ।