আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব ক্রিকেটে অন্যতম শ্রেষ্ঠ দ্বৈরথ গুলির মধ্যে অন্যতম ভারত-পাকিস্তান। এশিয়ার মধ্যে এই দুই দেশের লড়াই সবসময়ই থাকে শীর্ষে। যতবার এই দুই দেশ একে অপরের মুখোমুখি হয়েছে ততবারই টানটান লড়াইয়ের সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। আর এবার ময়দান ছেড়ে এই দুই দেশের লড়াই ফুটে উঠবে সিনেমার পর্দায়। ক্রিকেটের অন্যতম লড়াই ভারত-পাকিস্তান মহারণ নিয়ে ডকু সিরিজ আনছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। নেটফ্লিক্স ঘোষণা করেছে, জনপ্রিয় এই দুই দলের লড়াই নিয়ে ডকু সিরিজ ‘দ্য গ্রেটেস্ট রাইভ্যালরি-ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান’ আসছে নেটফ্লিক্সে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে স্ট্রিমিং শুরু হবে এই ডকু সিরিজে। এই সিরিজের মূল উদ্দেশ্যই হল, দুই দেশের মাটিতে অনুষ্ঠিত বিভিন্ন ম্যাচগুলির নাটকীয়তা, আবেগ এবং প্রতিযোগিতার পরিবেশ বিশ্বের কাছে তুলে ধরা। চন্দ্রদেব ভগত এবং স্টুয়ার্ট সাগ এই ডকু সিরিজের পরিচালনা করেছেন। এই ওটিটি প্ল্যাটফর্মের তরফে জানানো হয়েছে, ডকু সিরিজটিতে প্রথম ভারত-পাকিস্তান একদিনের আন্তর্জাতিক ম্যাচের অনেক অজানা কাহিনি সামনে আসবে। পাশাপাশি দুই দেশের প্রাক্তন ক্রিকেটারদের বিশেষ সাক্ষাৎকারও থাকবে।
সিরিজে দেখা যাবে বীরেন্দ্র সেহবাগ, সৌরভ গাঙ্গুলি, সুনীল গাভাসকার, ওয়াকার ইউনিস, জাভেদ মিয়াঁদাদ, রবিচন্দ্রন অশ্বিন, ইনজামাম-উল-হক এবং শোয়েব আখতারের মতো কিংবদন্তিদের। যাঁরা ভারত পাকিস্তান দ্বৈরথ নিয়ে নিজেদের বিভিন্ন স্মৃতি ও নানা অজানা কাহিনী শেয়ার করবেন। জানা গিয়েছে, এই তথ্যচিত্রতে শুধু খেলার মাঠের ঘটনা নয় বরং তার বাইরেও নানা গল্প থাকবে। থাকবে ক্রিকেটারদের ব্যক্তিগত গল্পও। ভারত-পাকিস্তান সিরিজের বিভিন্ন রোমাঞ্চকর ম্যাচ, স্মরণীয় ছক্কা, এবং এমন অনেক ঘটনা রয়েছে যা পর্দায় আটকে রাখবে দর্শকদের।
