আজকাল ওয়েবডেস্ক: ভরা আইপিএলের মরশুম। তার মধ্যেই জোর খবর, শচীন-কন্যা সারা তেণ্ডুলকর মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালকিন হলেন।
এত পর্যন্ত পড়ার পরে অনেকেই হয়তো অবাক হবেন। সারা আসলে গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বই ফ্র্যাঞ্চাইজি কিনেছেন।
প্রথম মরশুমে আত্মপ্রকাশের পরে গ্লোবাল ই-ক্রিকেটের জনপ্রিয়তা বহুগুণে বেড়ে গিয়েছে। প্রথম মরশুমে খেলোয়াড় নথিভুক্ত করা হয়েছিল প্রায় ২ লক্ষ। এখন সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৯,১০,০০০।
এই ধরনের ই-ক্রিকেট লিগে সারা তেণ্ডুলকরের আবির্ভাব জনপ্রিয়তা আরও বাড়াবে। একাধিক অ্যাপে এই খেলা দেখা যায়। তার মধ্যে রয়েছে জিও সিনেমা এবং স্পোর্টস ১৮। স্টার স্পোর্টসেও দেখা যাবে এই খেলা।
মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালকিন হওয়ার পরে সারা বলেন, ''ক্রিকেট আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। ই স্পোর্টসে দারুণ সম্ভাবনা। গ্লোবাল ই প্রিমিয়ার লিগে মুম্বই ফ্র্যাঞ্চাইজি কেনা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। খেলাটার প্রতি আমার প্যাশন এবং শহরের প্রতি আমার ভালবাসা জুড়ে গিয়েছে। আমি আমাদের প্রতিভাবান দলের সঙ্গে সহযোগিতা করে প্রিয় ই-স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি তৈরি করতে আগ্রহী,যা একইসঙ্গে অনেককে অনুপ্রাণিত করবে এবং বিনোদন দেবে।''
সারার যোগদান নতুন দিগন্ত খুলে দেবে বলেই মনে করা হচ্ছে।
