আজকাল ওয়েবডেস্ক: ২০১৯ সালের কথা। পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়ার পাশে দাঁড়িয়ে 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' শোয়েব আখতার বোমা ফাটিয়েছিলেন। সংখ্যালঘুরা পাকিস্তানে যথাযোগ্য সম্মান পান না, এমন খবর আগেই ছিল। কিন্তু জাতীয় ক্রিকেট দলের ছবিটাও যে একইরকম, তার প্রথম আভাস দিয়েছিলেন শোয়েব আখতার। খুল্লমখুল্লা শোয়েব আখতার বলেছিলেন. কয়েকজন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। তাঁর পাশে বসে খেতেন না। জাতীয় দলে তিনি ব্রাত্য ছিলেন।
কাট টু ২০২৫।
সংখ্যালঘুরা পাকিস্তানে বঞ্চিত, বঞ্চনার কথা ওয়াশিংটন ডিসি-তে অনুষ্ঠিত সভায় তুলে ধরেছেন কানেরিয়া। পাকিস্তানের প্রাক্তন স্পিনার সেখানে বক্তব্য পেশ করেন। পাকিস্তানের মাটিতে তিনি যেভাবে অসম্মানিত, অপমানিত, বঞ্চিত হয়েছেন, সেই প্রসঙ্গ উত্থাপ্পন করেন।
পরে সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কানেরিয়া বলেন, ''পাকিস্তানে আমরা বৈষম্যের শিকার হয়েছি। অসম্মানিত হয়েছি। শাহিদ আফ্রিদি আমাকে বহুবার ধর্ম বদলানোর কথা বলেছেন। আমার পাশে বসে অনেকেই খেত না। আমাকে সমস্যায় পড়তে হয়েছে। আমার কেরিয়ার ধ্বংস করা হয়েছে।''
২০০০ থেকে ২০১০ সালের মধ্যে কানেরিয়া ৬১টি টেস্ট ম্যাচ খেলেন পাকিস্তানের হয়ে। অনিল দলপতের পরে কানেরিয়াই দ্বিতীয় হিন্দু ক্রিকেটার পাকিস্তানের। যে দেশের জার্সিতে ক্রিকেট মাঠে তিনি ঘাম ঝরিয়েছিলেন একসময়ে, সেই দেশে প্রাপ্য সম্মানটুকু না পেয়ে নিজেদের দুরবস্থার কথা তুলে ধরার জন্য মার্কিন-মুলুকে চলে আসেন কানেরিয়া।
শাহিদ আফ্রিদি ধর্ম বদলানোর কথা বহুবার বলেছেন কানেরিয়াকে। অতীতেও কানেরিয়া একথা বলেছিলেন। আরও একবার তা বহির্বিশ্বের সামনে তুলে ধরলেন কানেরিয়া।
ইনজামাম উল হকের কথা প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার। কানেরিয়া অতীতেও বলেছেন, আরও একবার ইনজির প্রশংসা করেন তিনি। কানেরিয়াকে বলতে শোনা গিয়েছে, ''শাহিদ আফ্রিদি আমাকে বহুবার সমস্যায় ফেলেছে। ধর্ম বদলানোর কথা আমাকে বহুবার বলেছে। ইনজামাম উল হক কিন্তু কখনও আমার সঙ্গে খারাপ ভাবে কথা বলেনি। শোয়েব আখতারও আমার পাশে ছিল।''
