আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও ফুল ফুটিয়ে চলেছেন। গোল করছেন তিনি। জিতছে তাঁর দল।
নেশনস লিগে জাতীয় দলের হয়ে টানা তিন ম্যাচে গোল করলেন সিআর সেভেন। পোল্যান্ডের বিরুদ্ধে পর্তুগাল ৩-১ গোলে জিতেছে। এদিনও গোল করায় আন্তর্জাতিক কেরিয়ারে পর্তুগিজ মহাতারকার গোলসংখ্যা এখন ১৩৩। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে রোনাল্ডোর নামের পাশে লেখা ৯০৬টি গোল।
লড়াইটা ছিল রোনাল্ডো-লেভানডস্কির। ম্যাচে পোল্যান্ড সেভাবে আর প্রতিরোধ গড়তে পারল কোথায়! ৩৭ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। ২৬ মিনিটে বার্নাডো সিলভা গোল করেন। ৩৭ মিনিটে পর্তুগালের হয়ে ব্যবধান বাড়ান রোনাল্ডো। ৬৩ মিনিটে তুলে নেওয়া হয় রোনাল্ডোকে। ৭৮ মিনিটে পোল্যান্ডের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন জিয়েলনস্কি। ৮৮ মিনিটে আত্মঘাতী গোলে পোল্যান্ড পিছিয়ে পড়ে ১-৩ গোলে।
ম্যাচের শেষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন রোনাল্ডো। তিনি লিখেছেন, ''নেশনস লিগে গুরুত্বপূর্ণ জয় পেয়েছি। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।'' নেশনস লিগে টানা তিন ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। রোনাল্ডোরা ৩ ম্যাচে ৩টি জয় পেয়েছেন। তাদের পয়েন্ট ৯।
