আজকাল ওয়েবডেস্ক: সৌদি আরবে রোনাল্ডো শো চলছেই। প্রায় চল্লিশ ছুঁই ছুঁই পর্তুগিজ মহাতারকা। তবুও তিনি গোল করে চলেছেন। তাঁকে রোখে কার সাধ্যি।

সৌদি প্রো লিগের ম্যাচে আল ওয়াহদার বিরুদ্ধে ফের রোনাল্ডো গোল করেছেন। আল নাসের ২-০ গোলে হারিয়েছে আল ওয়াহদাকে। পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ মহানায়ক। তাঁর ভক্তরা বলছেন, ''শো মাস্ট গো অন।'' 

সৌদি প্রো লিগে রোনাল্ডো ৫টি ম্যাচ থেকে ৪টি গোল করেছেন। সব প্রতিযোগিতা  ধরলে আল নাসরের হয়ে সিআর সেভেনের  গোলসংখ্যা ৭ ম্যাচে ৬টি। ম্যাচ জয়ের পরে রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''টানা তিনটি ম্যাচে জয়।''

রেকর্ড ছুটে চলেছে পর্তুগিজ মহানায়কের পিছনে। রোনাল্ডো নতুন এক মাইলস্টোন ছুঁয়েছেন। ৪টি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে ৭০ বা তার বেশি গোল করার নজির গড়ে ফেললেন রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি গোল করেছেন রোনাল্ডো। ইতালির ক্লাব জুভেন্টাসের হয়ে ১০১টি গোল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫টি গোলের পাশাপাশি আল নাসেরের হয়ে ৭০টি গোলের মালিক এখন রোনাল্ডো।

যে বয়সে সবাই বুটজোড়া তুলে রাখেন, রোনাল্ডো সেই বয়সেও ম্যাজিক দেখাচ্ছেন। তিনি ছুটছেন, গোল করছেন। তাঁর গোলের সংখ্যা ৯০৩। হাজার গোলের দিকে ছুটছেন।