আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব ফুটবলের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার নাম লেখালেন সিনেমার জগতে। বিখ্যাত হলিউড পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে নতুন একটি প্রযোজনা সংস্থা তৈরি করলেন তিনি। ইতিমধ্যেই ফুটবল ছাড়াও ফ্যাশন, পারফিউম, ঘড়ির ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন রোনাল্ডো। কিছুদিন আগে নিজের ইউটিউব চ্যানেলও খুলেছেন। এবার সিনেমার জগতে নিজের ছাপ রাখার পরিকল্পনা করছেন তিনি।
ইতিমধ্যেই তাঁর নতুন স্টুডিও তৈরি হয়ে গিয়েছে। পরিচালক ম্যাথিউ ভনও তার সঙ্গে এই উদ্যোগে যুক্ত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে রোনাল্ডো এই ঘোষণা করেন। সেখানে তিনি লেখেন, ‘দারুণ উত্তেজনাপূর্ণ এক অধ্যায় শুরু হতে চলেছে’। উল্লেখ্য, গত বছর আগস্টে রোনাল্ডো নিজেই একটি ইউটিউব চ্যানেল চালু করেন যা কয়েক ঘণ্টার মধ্যেই ভিউ এবং ফলোয়ারে রেকর্ড গড়ে। হলিউড পরিচালক ম্যাথিউ ভন কিংসম্যানের মতো জনপ্রিয় সিনেমার পরিচালক।
তাঁর কথায়, ‘ক্রিশ্চিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছেন, যেগুলো আমি কল্পনাও করতে পারতাম না। আমি তার সঙ্গে সিনেমা তৈরি করতে মুখিয়ে। রোনাল্ডো বাস্তবের একজন সুপারহিরো। পাঁচবারের ব্যালন ডি অর বিজয়ী রোনাল্ডো ইতিমধ্যেই বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের তালিকায় জায়গা করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, ফুটবলের পর তাঁর বিভিন্ন পরিকল্পনা রয়েছে। যার মধ্যে কোচিং নয়, ব্যবসায়িক দিকেই বেশি মনোযোগ দিতে চান তিনি।
