আজকাল ওয়েবডেস্ক: এই চল্লিশেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠ দাপাচ্ছেন। গোল করছেন, রেকর্ড গড়ছেন। এগিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 

এবার তাঁর মুকুটে যোগ হল আরও একটি মুকুট।  ফোর্বসের তথ্য অনুযায়ী, এবারও সবচেয়ে বেশি উপার্জন করা ক্রীড়া ব্যক্তিত্বের নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।  বছরে তাঁর আয় প্রায় ২,৩৫৬ কোটি টাকা। 

দ্বিতীয় স্থানে রয়েছেন বাস্কেটবল তারকা স্টেফেন কারি। রোনাল্ডোর কথা উঠলে মেসির কথাও জানতে চাইবেন সবাই। পাঁচ নম্বরে আর্জেন্টাইন মহাতারকা। তাঁর আয় ১,১৫৭ কোটি টাকা। শীর্ষ আয়কারী ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় নেই কোনও ক্রিকেটার। 

রোনাল্ডো ও মেসি এখন তাঁদের সেরা সময় ফেলে এসেছেন। রোনাল্ডো খেলছেন সৌদি আরবে। মেসি মায়ামিতে। রোনাল্ডো এখনও পর্যন্ত আল নাসেরের হয়ে কোনও ট্রফি জিততে পারেননি। তাঁর উপরে ক্ষুব্ধ আল নাসের ভক্তরা। 

এদিকে মেসি বিশ্বকাপের যোগ্যতা পর্বের দুটি ম্যাচ খেলতে পারেননি চোটের জন্য। কিন্তু পরের দুটো ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় দলে ফিরে এসেছেন মেসি।