আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলসংখ্যা এখন ৯০২। হাজার গোল করতে কি পারবেন তিনি? এই প্রশ্ন বিশ্বজুড়ে। এমন আবহেই রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার আন্তোনিও কাসানোর দাবি, ''রোনাল্ডো জানেই না ফুটবল কীভাবে খেলতে হয়!'' 

কাসানোর এমন অদ্ভুত দাবিতে বিস্মিত ফুটবলমহল। কাসানো ২০০৬-২০০৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেছেন। ইতালির হয়ে ৩৯টি ম্যাচ খেলেন তিনি। সেই কাসানো একটি পডকাস্টে দাবি করেছেন, ''রোনাল্ডো ৩ হাজার গোল করতেই পারে। কিন্তু ওকে আমি গুরুত্ব দিই না।'' 

রিয়াল মাদ্রিদের হয়ে ২৮টি ম্যাচ কেলেছেন কাসানো। গোল করেছেন ৪টি। অন্যদিকে রোনাল্ডো ৪৩৮টি ম্যাচ থেকে ৪৫০টি গোল করেছেন রিয়ালের জার্সিতে। রোনাল্ডোর তীব্র সমালোচক কাসানো বলেছেন, ''গঞ্জালো হিগুয়েন, সের্জিও আগুয়েরো, করিম বেঞ্জিমা, রবার্ট লেওয়ানডস্কি, ইব্রাহিমোভিচ, সুয়ারেজ দলের সঙ্গে যোগসূত্র কী ভাবে তৈরি করতে হয়, তা জানে। রোনাল্ডোর এসব জানা নেই। ওর একটাই লক্ষ্য একা গোল করবে।'' 

ইতালির দুই মিলানে খেলেছেন কাসানো। রোমাতে ২০০১-২০০৬ পর্যন্ত ছিলেন। সেটাই তাঁর সেরা সময় বলে মনে করা হয়। পরে রিয়ালে চলে যান তিনি। এই প্রথম তিনি রোনাল্ডোর সমালোচনায় সরব হয়েছেন এমন নয়। ২০২২ সালে তিনি দাবি করেছিলেন, রোনাল্ডোর এখন অবসর নেওয়ার সময় এসে গিয়েছে।

কাসানো ২০১৮ সালে বুটজোড়া তুলে রেখেছেন। রোনাল্ডো এখনও গোল করে চলেছেন। হাজার গোলের মাইলস্টোন ছোঁয়াই তাঁর এক ও একমাত্র লক্ষ্য।