আজকাল ওয়েবডেস্ক: ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজ টানটান উত্তেজনার সাক্ষী থেকেছে। তা লর্ডসে ইংল্যান্ডের ২২ রানে জয়ই হোক। আর ওভালে ভারতের ৬ রানে জয়। এই পরিস্থিতিতে বিপরীত সুরে গাইলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ। তাঁর কথায়, টেস্ট ক্রিকেটের জন্য দেশগুলি দেউলিয়া হয়ে যাবে!
দিনকয়েক পরেই ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ শুরু হতে চলেছে। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের এই টেস্ট সিরিজের দিকে তাকিয়ে থাকেন গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক সুর অজি ক্রিকেট কর্তার গলায়।
এটা ঘটনা, মাসখানেক আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরেই শোনা গিয়েছিল, বড়সড় বদল আসছে টেস্ট ক্রিকেটে। টেস্টের দৈর্ঘ্য কমানোর কথা ভাবছে আইসিসি। আগামী দিনে পাঁচদিন নয়, টেস্ট ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়াতে পারে চারদিনে। বছর দুয়েকের মধ্যেই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে বলেই ইঙ্গিত আইসিসির। অপেক্ষাকৃত ছোট দেশগুলি যেন আরও বেশি সংখ্যায় টেস্ট সিরিজ খেলতে পারে, সেই কথা মাথায় রেখেই লাল বলের ক্রিকেটের সময় কমানোর বিষয়ে ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
বিখ্যাত সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’–এর রিপোর্টে বলা হয়েছিল, অপেক্ষাকৃত ছোট দেশগুলি টেস্ট খেলতে চায় না। কারণ তাতে খরচের সমস্যা থাকে এবং সময়ও অনেক বেশি লাগে। ফলে অধিকাংশ ক্ষেত্রেই মাত্র দুই টেস্টের সিরিজ খেলা হয়। কিন্তু টেস্টের দৈর্ঘ্য যদি কমানো যায় তাহলে তিন সপ্তাহের মধ্যেই তিন টেস্টের সিরিজ খেলা যেতে পারে। খানিকটা সেরকম কথাই বলেছেন টড। তাঁর কথায়, ‘যদি সব দেশকে টেস্ট খেলতে বাধ্য করা হয় তাহলে দেশগুলি তো দেউলিয়া হয়ে যাবে।’ অজি ক্রিকেট বোর্ডের কর্তার কথায়, কম সংখ্যায় টেস্ট খেলাটা আসলে ক্রিকেটের পক্ষে ভাল। টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে যেসব জায়গাগুলি লাভজনক, সেখানেই বিনিয়োগ করা উচিত। আধুনিক যুগে ক্রিকেটের যা পরিস্থিতি, তাতে টেস্ট ক্রিকেটের সংখ্যা কমলেই ফরম্যাটের কৌলিন্য বজায় থাকবে, এমনটাই মত টডের। এছাড়াও টেস্টর জন্য টু–টায়ার সিস্টেমের পক্ষেও সওয়াল করেছেন অজি ক্রিকেটের এই কর্তা।
এদিকে, অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজের জন্য তৈরি হচ্ছেন বিরাট কোহলি। অক্টোবরে অস্ট্রেলিয়া সিরিজ। সেই সিরিজকেই পাখির চোখ করছেন কোহলি। আগস্টে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু সেই সিরিজ বাতিল হয়ে গিয়েছে। ফলে ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ সেই অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
ইনডোরে অনুশীলন শুরু করে দিয়েছেন বিরাট। সেই ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। গুজরাট টাইটান্সের সহকারী কোচ নইম আমিনের সঙ্গে ট্রেনিং করছেন কোহলি। সেই ছবি পোস্ট করে ক্যাপশন হিসেবে কোহলি লিখেছেন, ‘থ্যাঙ্কস ফর হেল্পিং আউট উইথ দ্য হিট, ব্রাদার। অলওয়েজ লাভলি টু সি ইউ।’
বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী দলে স্থান পাওয়া উচিত রোহিত শর্মা এবং বিরাট কোহলির। এখনও সরকারিভাবে একদিনের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত। কিছু রিপোর্টে জানা যাচ্ছে, দেশের জার্সিতে সেটাই হতে পারে দুই মহাতারকার শেষ সিরিজ। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে এগোতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
