আজকাল ওয়েবডেস্ক: ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। জিততে হলে পঞ্চম দিনে ভারতকে তুলতে হবে মাত্র ১৩৫ রান। হাতে রয়েছে ছয় উইকেট। বোলারদের বদান্যতায় চতুর্থ দিনে ইংল্যান্ডকে মাত্র ১৯২ রানে বেঁধে রাখতে সক্ষম হয়েছিল ভারত। কিন্তু চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন প্রথম সারির তিন ব্যাটসম্যান এবং নাইট ওয়াচম্যান আকাশদীপ।

প্রথম ইনিংসে দুই দলই করেছিল ৩৮৭ রান। ভারতে কোনও লিড নিতে পারেনি। চতুর্থ দিনের শুরুতেই ধাক্কা দেয় ভারত। ঝটপট চার উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন ভারতীয় বোলাররা। সারপ্রাইজ প্যাকেজ ওয়াশিংটন সুন্দর। চারটি উইকেট পেয়েছেন তিনি। তাঁর শিকারের তালিকায় রয়েছেন জো রুট, বেন স্টোকস, জেমি স্মিথ এবং শোয়েব বশির। জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ পেয়েছেন দু’টি করে উইকেট।

আরও পড়ুন: সবে সিরিজের তৃতীয় ম্যাচ, এর মধ্যেই নয়া রেকর্ড গড়ে ফেলল শুভমান গিলের ভারতীয় দল

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৩২ রান অতিরিক্ত দিয়েছেন ভারতীয় বোলাররা। রুটের ৪০ এবং স্টোকসের ৩৩ রানের পর সেটিই সবচেয়ে বেশি অবদান। ১৯৩ রান খাতায় কলমে কম মনে হলেও। জোফরা আর্চার এবং ব্রাইডন কার্সের আগুনে বোলিংয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছেন শুভমন গিলরা।

লর্ডসে টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ছ’বার ১৯০ বা তার বেশি রানের লক্ষ্যমাত্রা সফলভাবে তাড়া করা সম্ভব হয়েছে। উল্লেখযোগ্যভাবে, গত তিন বছরে এর মধ্যেই দু’টি সফল রান তাড়া করা ঘটনা ঘটেছে। গত মাসে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ইনিংসে ২৮২ রান তাড়া করে তাদের প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে। টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল ম্যাচে খেলা চতুর্থ ইনিংসে গড়ানোর সঙ্গে সঙ্গে পিচ পাটা হয়ে যাওয়ায় এই কৃতিত্ব অর্জন করা অনেক সুবিধাজনক হয়েছে।

এই টেস্টের আগে লর্ডসে ভারতের সর্বোচ্চ সফল রান ছিল ১৯৮৬ সালে ৫ উইকেটে ১৩৬ রান। সেই ম্যাচে রবি শাস্ত্রী এবং কপিল দেব ডেভিড গাওয়ারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলের বিরুদ্ধে ভারতকে জয় এনে দেন। ৭৮ রানে ৪ উইকেট হারিয়েও রবি শাস্ত্রী (৪৪ বলে ২০) এবং মহম্মদ আজহারউদ্দিনের লড়াই এবং এরপর কপিল ১০ বলে ২৩ রানের দুর্দান্ত ইনিংসে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল।

আরও পড়ুন: ফরাসি বিপ্লব থামিয়ে ক্লাব বিশ্বকাপে নীল ঝড়, এক হাফেই চেলসি হারিয়ে দিল পিএসজি-কে

লর্ডসে অন্যান্য সফল রান তাড়া করার ইতিহাস-

৩৪৪/১- ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ

২৮২/৩- ২০০৪ সালে ইংল্যান্ড নিউজিল্যান্ড বিরুদ্ধে

২৮২/৫- ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া বিরুদ্ধে

২৭৯/৫– ২০২২ সালে ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে

২১৮/৩– ১৯৬৫ সালে ইংল্যান্ড নিউজিল্যান্ড বিরুদ্ধে

১৯৩/৫ – ২০১২ সালে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে

১৯১/৮ – ২০০০ সালে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির এই তৃতীয় টেস্টের পিচ গত দু’দিন ধরে ক্রমশ অপ্রত্যাশিত হয়ে উঠেছে। ম্যাচ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটিং পরিস্থিতি ক্রমশ প্রতিকূল হয়ে উঠছে। অসম বাউন্স এবং পিচের রুক্ষ্ম অংশ বোলারদের সহায়তা করছে।