আজকাল ওয়েবডেস্ক: সামনের মাস থেকেই শুরু হচ্ছে বর্ডার গাভাসকার ট্রফি। নিউজিল্যান্ড সিরিজের পরেই পাঁচ ম্যাচের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল। এবার সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। চোটের কারণে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রীন। জানা গিয়েছে, ২৫ বছর বয়সী ক্রিকেটারের পিঠে চোট রয়েছে। সেই চোট সারাতে তাঁকে অস্ত্রোপচার করতে হবে।

 

ইতিমধ্যেই অত্যন্ত জটিল পর্যায়ে রয়েছে তাঁর চোটের সমস্যা। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে সোমবার এই তথ্য জানানো হয়েছে। গ্রীন গত সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরের সময় পিঠে ব্যথার অভিযোগ করেছিলেন। পরবর্তীকালে স্ক্যান করার সময় সেখানে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে। অস্ত্রোপচার এবং রিহ্যাবের কারণে তিনি আগামী ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার টেস্ট সফর এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অংশগ্রহণ করতে পারবেন না বলে জানা গিয়েছে।

 

এমনকি, আগামী আইপিএল মরসুমেও তাঁর অংশ নেওয়াও অনিশ্চিত হয়ে পড়েছে। গ্রীনের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার ব্যাটিং পরিকল্পনায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলেই মনে করছে ক্রিকেট মহল। চার নম্বরে নামিয়ে আনা হতে পারে স্টিভ স্মিথকে। এবার, গ্রীনের অনুপস্থিতিতে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিকল্প অলরাউন্ডার খুঁজছে অস্ট্রেলিয়া।