আজকাল ওয়েবডেস্ক:‌ দেশের হয়ে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না ৩৭ বছরের আন্দ্রে রাসেল। জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম দুটি খেলেই তিনি অবসর থেকেন। অর্থাৎ রাসেল ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে শেষ ম্যাচ খেলবেন ২৩ জুলাই। 


এদিকে, নিকোলাস পুরানও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। মাত্র ২৯ বছর বয়সে। কিছুদিন আগেই অবসরের কথা ঘোষণা করেন। এখন শুধু নানা দেশ ঘুরে ঘুরে ফ্রাঞ্চাইজি লিগ খেলে বেড়াবেন পুরান। এই ঘটনার নেপথ্যেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ব্যর্থতাকেই দুষছেন ব্রায়ান লারা। তাঁর মতে, দেশের হয়ে ক্রিকেটাররা যাতে খেলেন তার জন্য কোনও উদ্যোগই নেয় না ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। 


সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ২৭ রানে অলআউট হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এরপরেই দলকে খাদের কিনারা থেকে তুলতে প্রাক্তন ক্রিকেটারদের সাহায্য চেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কর্তারা। তার আগেই দেশের বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তি ব্রায়ান লারা।
এক পডকাস্টে লারা বলেছেন, ‘‌আমাদের দেশে এমন অনেক ক্রিকেটার রয়েছে যারা জানে না নিজেদের ক্রিকেট জীবন নিয়ে কী করবে। পুরানের মতো আগ্রাসী ক্রিকেটার ২৯ বছরে অবসর নিয়ে নিল! সত্যি বলতে, কেন অবসর নিয়েছে সেটা পরিষ্কার। বিশ্বজুড়ে পাঁচ–ছ’টা লিগ রয়েছে। সেখানে খেলে ওরা যথেষ্ট টাকা রোজগার করতে পারছে। তাই দেশের হয়ে খেলার প্রয়োজন মনে করছে না।’‌ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে একহাত নিয়েছেন লারা। তিনি মনে করছেন, বোর্ড সেই দায়বদ্ধতা দেখাতে পারছে না বলেই ক্রিকেটাররা দেশের হয়ে খেলার আগ্রহ হারিয়ে ফেলছেন। লারার কথায়, ‘‌আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ বোর্ড এমন কোনও কাজ করছে যাতে ক্রিকেটাররা দেশের হয়ে খেলার অনুপ্রেরণা পায়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের মতো দেশ নিয়মিত সেই দিকে জোর দিচ্ছে। স্বাভাবিক ভাবেই আমাদের ক্রিকেটাররা রোজগারের জন্য অন্য পথ খুঁজে নিচ্ছে।’ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটেও একই অবস্থা জানিয়ে লারা বলেন, ‘যখন আপনি দেখেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন বা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও একই কাজ করছে, তখন বুঝতে হবে প্রত্যেকেই নিজেদের পরিবারের কথা ভাবছে। ‌দেশের কথা নয়।’‌ 

 

আরও পড়ুন:‌ বুমরা খেললেই ভারত নাকি বেশি হারে!‌ অদ্ভুত যুক্তি দিলেন এই প্রাক্তন ইংরেজ ক্রিকেটার...


প্রসঙ্গত, বিশ্বের নানা জায়গায় টি২০ লিগে খেলার জন্য নিউজিল্যান্ডের বার্ষিক চুক্তিতে থাকতে রাজি হননি উইলিয়ামসন। একই কারণে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেনও। এবার সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আন্দ্রে রাসেলও। সরে গিয়েছেন নিকোলাস পুরানও। 

এদিকে রাসেল অবসরের সিদ্ধান্ত জানানোর পর বলেছেন, ‘‌জাতীয় দলের হয়ে খেলাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা শব্দে বোঝাতে পারব না। ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম গর্বের বিষয়। ছোটবেলায় কখনও ভাবতে পারিনি একদিন এই পর্যায়ে পৌঁছব। ওয়েস্ট ইন্ডিজের জার্সি আমাকে আরও উন্নত ব্যাটার বানিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে আমি খুব ভালবাসি। ক্যারিবিয়ান থেকে আগামী দিনে যে সমস্ত ক্রিকেটার উঠে আসবে তাদের রোল মডেল হয়েই অবসর নিতে চাই।’