আজকাল ওয়েবডেস্ক: গ্রুপ সিতে রয়েছে ব্রাজিল। তাদের সঙ্গে রয়েছে মরক্কো, হাইতি ও  স্কটল্যান্ড। 

প্রতিবারই বিশ্বজয়ের আশা নিয়ে বিশ্বকাপে খেলতে যায় ব্রাজিল। কিন্তু দিনের শেষে মাথা নীচু করে ফিরতে হয় দেশে। 

সেই ব্রাজিল এবারও স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখার কারণ হল, ২০০২ সালে ব্রাজিল শেষবার বিশ্বকাপ জিতেছে। আর সেবার তারা ছিল সি গ্রুপে। এবারও ব্রাজিল সি গ্রুপে পড়েছে। 
তাছাড়া ২০১৮ ও ২০২২ সালে সি গ্রুপে ছিল ফ্রান্স ও আর্জেন্টিনা। আর সেই দু'বারই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন এমবাপে ও মেসি। এবার সি গ্রুপে পড়েছে ব্রাজিল। কার্লো অ্যানচেলোত্তি হেক্সা আনতে পারেন কিনা সেটাই এখন দেখার। 

গ্রুপ সি-র খেলা কবে? রইল সূচি --

১৪ জুন- ব্রাজিল বনাম মরক্কো- নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়াম (রাত ৩.৩০ মিনিট)

১৪ জুন- হাইতি বনাম স্কটল্যান্ড- বোস্টন (সকাল ৬.৩০)

২০ জুন- ব্রাজিল বনাম হাইতি- বোস্টন (ভোর ৬.৩০ মিনিট)

২০ জুন- স্কটল্যান্ড বনাম মরক্কো- ফিলাডেলফিয়া ( রাত ৩.৩০ মিনিট)

২৫ জুন- স্কটল্যান্ড বনাম ব্রাজিল- মায়ামি (রাত ৩.৩০ মিনিট)

২৫ জুন- মরক্কো বনাম হাইতি- আটালান্টা (রাত ৩.৩০ মিনিট)