আজকাল ওয়েবডেস্ক: ইডেনের পর জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে বোমাতঙ্ক। ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ এর পর ইডেনে বুধবার বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছিল। খেলা ছিল কলকাতা ও চেন্নাইয়ের। পরিস্থিতি সামাল দিতে আরও বেশি সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়। যদিও অপ্রীতিকর কিছু হয়নি।
বুধবার ইডেনের পর বৃহস্পতিবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে বোমাতঙ্ক। বৃহস্পতিবার সকালে রাজস্থান রাজ্য ক্রীড়া সংসদের কাছে জয়পুরের স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি মেল আসে। সঙ্গে সঙ্গে সেখানে থাকা কর্মীদের বার করে আনা হয়। হুমকি মেল নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হুমকি মেল আসার পরেই স্টেডিয়ামে চলে যায় ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড এবং জঙ্গিদমন দল। স্টেডিয়ামের প্রতিটি কোণায় তল্লাশি চালানো হয়। কিন্তু কোথাও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
পুলিশ দাবি করেছে, বৃহস্পতিবার সকাল ৯.১৩ মিনিট নাগাদ হুমকি মেল এসেছিল। ওই মেলে লেখা ছিল, ‘অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করতে আমরা আপনাদের স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটাব। যদি পারেন সবাইকে বাঁচিয়ে দেখান।’ পুলিশ জানিয়েছে, ‘পাকিস্তান জেকে ওয়েব’ নামে একটি ইমেল আইডি থেকে মেলটি এসেছে।
সূত্রের খবর, হুমকি মেল যখন এসেছিল, তখন স্টেডিয়ামে ছিলেন কয়েক জন কর্মী। সঙ্গে সঙ্গে তাঁদের বার করে আনা হয়। পুলিশকে হুমকি ইমেলের কথা জানানো হয়। তদন্ত শুরু হয়েছে। জয়পুরের ওই স্টেডিয়ামে খেলে রাজস্থান রয়্যালস। সেখানে আবার তাদের ম্যাচ রয়েছে ১৬ মে।
আপাতত গোটা স্টেডিয়াম সিল করে দিয়েছে পুলিশ। চলছে তল্লাশি। ঘটনাস্থলে যান অ্যাডিশনাল পুলিশ কমিশনার কুনওয়ার রাষ্ট্রদীপ, ডিসিপি সাউথ দিগন্ত আনন্দ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
