আজকাল ওয়েবডেস্ক: ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের তরফে শুক্রবার স্পিন বোলিং কোচের পদে নিয়োগের জন্য বিশেষ নির্দেশিকা প্রকাশ করা হল। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে স্পিন বোলিং কোচ নিয়োগের জন্য আবেদনপত্র প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, এই পদটি ভারতের স্পিন বোলিং প্রতিভার বিকাশ এবং পারফরম্যান্স বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্। সমস্ত ফরম্যাট এবং বয়সভিত্তিক স্তরে এটি প্রযোজ্য হবে। ভারতীয় সিনিয়র ক্রিকেট দল,
ভারত এ, অনূর্ধ্ব-২৩, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৬, এবং অনূর্ধ্ব-১৫ দলের পাশাপাশি রাজ্য ক্রিকেট সংস্থার খেলোয়াড়দের প্রশিক্ষণের ক্ষেত্রে নিয়োগ হওয়া স্পিন বোলিং কোচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। জানানো হয়েছে, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ এপ্রিল, ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্পিন বোলিং কোচকে সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান কোচের সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। পাশাপাশি, প্রতিভাবান স্পিনারদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করাও এই ভূমিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে, এই পদের জন্য বেশ কিছু শর্ত রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীকে অবশ্যই একজন প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার হতে হবে অথবা অন্তত ৭৫টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলা একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হতে হবে। এছাড়াও, গত ৭ বছরের মধ্যে কমপক্ষে তিন বছর কোনও হাই-পারফরম্যান্স সেন্টার, আন্তর্জাতিক দল, ভারত এ, ভারত অনূর্ধ্ব-১৯, ভারত মহিলা দল বা আইপিএল দলে কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চ-মানের পরিকল্পনা ও পর্যবেক্ষণ, খেলোয়াড়দের উন্নয়নের জন্য পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের অভিজ্ঞতাও থাকতে হবে।
