আজকাল ওয়েবডেস্ক: লিও মেসি আর পেপ গুয়ার্দিওসার সম্পর্ক সবাই জানেন। কিন্তু বার্সার প্রাক্তন কোচ একবার মেসিকে তীব্র ভর্ৎসনা করে উঠেছিলেন। খবরের ভিতরের খবর প্রকাশ করেন বার্সেলোনার প্রাক্তন ডিফেন্ডার রাফায়েল মারকোয়েজ। 

২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত রাফায়েল মারকোয়েজ বার্সার হয়ে খেলেছিলেন। রেগে গিয়ে পেপ কড়া ধমক দেন মেসিকে, সেই প্রসঙ্গে আলোকপাত করেছেন মেক্সিকান তারকা। ঘটনাটা কী? একবার এক প্র্যাকটিস  ম্যাচে মেসি শট না নেওয়ায় রেগে গিয়েছিলেন মারকোয়েজ। তিনি বলছেন, ''ফাইভ আ সাইড ম্যাচ ছিল। আমি আর মেসি একই দলে ছিলাম। মেসির পায়ে বল ছিল। ও গোলে শট না নিয়ে বল পাস দিচ্ছিল। আমরা পিছিয়ে ছিলাম। মেসি শট না নেওয়ায় আমি রাগত ভাবে ওকে বলি শট নিচ্ছ না কেন তুমি? মেসিও প্রত্যুত্তরে আমাকে কয়েকটা কথা বলে বসে। এই সময়ে পেপ এগিয়ে আসে। মেসিকে সজোরে বলে ওঠে, শাট আপ মেসি। রাফা যা বলছে তা মেনে চল।'' 

মাঠের ঘটনা মাঠেই শেষ হয়ে গিয়েছিল। মেসি ও রাফা একসঙ্গে বার্সেলোনার হয়ে একাধিক ট্রফি জেতেন। গুয়ার্দিওলার কোচিংয়ে বার্সেলোনা সেই সময়ে একাধিপত্য দেখাচ্ছিল। মেসিকে শাসন করার মধ্যে ফুটে ওঠে গুয়ার্দিওলার চোখে সবাই সমান ছিলেন। মেসি বলে তাঁকে বিশেষ ছাড় দেওয়া হত না। 

মারকোয়েজ বর্তমানে মেক্সিকো জাতীয় দলের সহকারী কোচ। মেসি কিন্তু এখনও বিশ্ব শাসন করে চলেছেন। মারকোয়েজ অকথিত ঘটনার উপরে আলোকপাত করলেন।