আজকাল ওয়েবডেস্ক:‌ শততম টেস্টে শতরান করলেন মুশফিকুর রহিম। মিরপুরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিন শতরান করেন মুশফিকুর। প্রথম দিনের শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন। বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিন ১০৬ রান করে তিনি আউট হন।


শততম টেস্টে শতরান করে বিরল নজির স্পর্শ করলেন মুশফিকুর। আরও দশ ক্রিকেটারের এই নজির রয়েছে। তবে বাংলাদেশের হয়ে এই নজির একা মুশফিকুরেরই।


বিশ্বের ১১তম ব্যাটার হিসাবে শততম ম্যাচে শতরান করেছেন মুশফিকুর। প্রথম বার এই কৃতিত্ব অর্জন করেছিলেন ইংল্যান্ডের কলিন কাউড্রে। ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এজবাস্টনে শততম ম্যাচে শতরান করেন। এর পর ১৯৮৯ সালে লাহোরে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ এই কৃতিত্ব অর্জন করেন। পরের বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ একই কাজ করেন। পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করতে হয় ১০ বছর। ২০০০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আলেক্স স্টুয়ার্ট শততম ম্যাচে শতরান করেন।


রিকি পন্টিং অবশ্য বাকিদের থেকে এগিয়ে। তিনি শততম ম্যাচে দুই ইনিংসেই শতরান করেছেন। ২০০৬ সালে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংসে ১২০ এবং অপরাজিত ১৪৩ রান করেছিলেন। শততম ম্যাচে দ্বিশতরানের নজির রয়েছে দুই ব্যাটারের। ২০২১ সালে চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে ২১৮ রান করেন জো রুট। পরের বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেলবোর্নে ২০০ করেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। 


এছাড়াও ২০০৫ সালে বেঙ্গালুরুতে শততম টেস্টে ভারতের বিরুদ্ধে ১৮৪ করেছিলেন পাকিস্তানের ইনজামাম উল হক। ২০১২ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ করেছিলেন ১৩১ রান। ২০১৭ সালে জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা করেছিলেন ১৩৪ রান। আর ১১ তম ব্যাটার হিসেবে শততম টেস্টে শতরান করলেন মুশফিকুর রহিম।