আজকাল ওয়েবডেস্ক: অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে কাপ ঘরে তুলেছে বাংলাদেশ। তবে ম্যাচের শেষ মুহূর্তে বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম দর্শকদের উদ্দেশ্যে স্লোগানের আহ্বান জানিয়েছিলেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। গোটা স্টেডিয়াম জুড়ে শোনা যায়। ‘আল্লাহু আকবর’ ধ্বনি। গোটা টুর্নামেন্ট ভাল খেলে ফাইনালে হারতে হয়েছে ভারতকে। এশিয়া কাপের ফেভারিট দল ১৯৯ রানের সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতীয় দল মাত্র ১৩৯ রানে অলআউট হয়। বাংলাদেশি বোলাররা রান আটকাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন। মাঠে থাকা সমর্থকরাও গোটা ম্যাচ সমর্থন করেন।

 

 

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তামিম দর্শকদের উদ্দেশ্যে হাত তুলে স্লোগানের আহ্বান জানান। তারপরেই স্টেডিয়াম জুড়ে ‘আল্লাহু আকবর’ ধ্বনি শোনা যায়। এই ঘটনা নিয়ে আলোচনা করেন ম্যাচের ধারাভাষ্যকাররাও। শ্রীলঙ্কার প্রাক্তন অফ-ব্রেক বোলার রোশান আবেইসিংহে বাংলাদেশ অধিনায়কের প্রশংসা করে বলেন, ‘উনি কি দর্শকদের আরও উদ্দীপ্ত করতে চাইছেন? অসাধারণ!’। ভারতের সাবেক পেসার অতুল ওয়াসান বলেন, ‘এরা সবাই জানে কীভাবে দর্শকদের মন জয় করতে হয়। এটাই অভিজ্ঞতা’। এই জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন মাইলফলক। বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা গোটা টুর্নামেন্ট জুড়ে নিজেদের দক্ষতা দেখিয়েছেন।