আজকাল ওয়েবডেস্ক: সুপার ওভারে উঠল না এক রানও। শূন্য রানে শেষ হল সুপার ওভার। মালয়েশিয়ায় ত্রিদেশীয় টি২০ টুর্নামেন্টে হংকংয়ের বিরুদ্ধে সুপার ওভারে বাহরিনের ইনিংস শেষ হয় শূন্য রানে।
টস জিতে শুরুতে ব্যাট করে হংকং ২০ ওভারে ১২৯/৭ তুলেছিল। রান তাড়া করতে নেমে বাহরিনও ২০ ওভারে ১২৯ রান তোলে। এর পর সুপার ওভার হয়। সেখানে দ্বিতীয় বলে বাহরিনের আহমের বিন নাসির আউট হন। তিনি কোনও রান করতে পারেননি। দলের রানও তখন শূন্য। পরের বলেই আউট হন সোহেল আহমেদ। শূন্য রানে দু’উইকেট পড়ে যায় বাহরিনের। আইসিসি’র টি২০ ক্রিকেটে এটাই নিয়ম দু’উইকেট পড়ে গেলে সেই দলের সুপার ওভারে ব্যাটিং ইনিংস সেখানেই শেষ হবে। এরপর হংকংয়ের বাবর হায়াত সুপার ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে দলকে জেতান। এরকম ঘটনা এর আগে ঘটেনি সুপার ওভারে।
খেলায় হংকং শাহিদ ওয়াসিফের ৩১ রানের সুবাদে ১২৯ রান তোলে। বাহরিনের রিজওয়ান বাট ২ উইকেট নেন। রান তাড়া করতে নেমে বাহরিন ১৫ ওভারের মধ্যে ৬৭ রানে ৫ উইকেট হারায়। তাদের জেতার জন্য শেষ ওভারে ১৩ রান দরকার ছিল। প্রথম চার বলে ৬ রান ওঠে। পঞ্চম বলে ছক্কা মারেন নাসির। শেষ বলে ১ রান দরকার ছিল। কিন্তু নাসির কট বিহাইন্ড হন। সুপার ওভারে বাজিমাত করে হংকং।
