আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাবর আজমের জন্য সুখবর। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেবেন বাবর আজম।
সম্প্রতি গুজব ছড়ায়, বাবর আজমকে নেতৃত্ব থেকে সরানো হবে। তাঁর নেতৃত্বে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স করে পাকিস্তান। তীব্র সমালোচনা হয়েছিল তাঁর। তবে পিসিবি বিজ্ঞপ্তি পাঠিয়ে বাবর আজমকে আস্বস্ত করেছে।
সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের রিমোট কন্ট্রোল থাকবে তাঁর হাতেই। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের কোনও অধিনায়ক নেই। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পরে নেতৃত্বের ব্যাটন নামিয়ে রেখেছিলেন বাবর আজমকে। পিসিবি শাহিন আফ্রিদিকে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করে। টেস্টের নেতা করা হয় শান মাসুদকে। কিন্তু ওয়ানডে দলের নেতা কে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পরে পাকিস্তান আর ওয়ানডে খেলেনি। পরবর্তী ওয়ানডে সিরিজে বাবরকেই নেতৃত্ব দিতে দেখা যাবে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাবর আজমকে নেতৃত্বে ফেরানো হয়। শাহিন আফ্রিদি কেবল একটি সিরিজেই দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। নভেম্বরে ওয়ানডে খেলবে পাকিস্তান। ইংল্যান্ড আসবে পাকিস্তানে। তিন ম্যাচের সিরিজ হবে। সেই সঙ্গে টেস্ট সিরিজও রয়েছে ইংল্যান্ডের সঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে পাকিস্তান।
