আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় স্বীকৃতি পেলেন বাবর আজম। পুরুষদের টি-২০ আন্তর্জাতিকে বর্ষসেরা দলের টুপি উঠল পাকিস্তানের তারকার মাথায়। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে অনবদ্য পারফরম্যান্সের জন্য গত মাসে আইসিসির টি-২০ দলে জায়গা পান বাবর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের আগের দিন নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাবরের টুপি পাওয়ার মুহূর্ত পোস্ট করে আইসিসি। সেই ভিডিওতে টুপি গ্রহণ করে পরতেও দেখা যায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে। পোস্টের ক্যাপশনে লেখা হয়, 'আইসিসি টি-২০ আন্তর্জাতিক বর্ষসেরা দলের টুপি বাবরের মাথায় উপযুক্ত।' 

২০২৪ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সফল হন বাবর। ২৪ ম্যাচে ৭৩৮ রান করেন। তারমধ্যে রয়েছে ছ'টি অর্ধশতরান। গোটা বছর পাকিস্তানের ব্যাটিংয়ের মেরুদণ্ড ছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটে অর্ধশতরান দিয়ে বছর শুরু করেন বাবর। চাপের মুখে ভাল খেলেন। এবার একদিনের ক্রিকেটেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইবেন বাবর। বুধবার করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ পাকিস্তানের। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে মোমেন্টাম পায়নি পাকিস্তান। ঘরের মাঠে ফাইনাল মিলিয়ে ব্ল্যাক ক্যাপসদের‌ কাছে দু'বার হারে বাবররা। ছন্দে ছিলেন না প্রাক্তন পাক অধিনায়ক। তিন ম্যাচে মাত্র ৬২ রান করেন। গড় ২০.৬৭। বাবরের ফর্মে ফেরার আশায় থাকবে পাকিস্তান।