আজকাল ওয়েবডেস্ক:‌ ৮০৭ দিন পর শতরান করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ১১৯ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন বাবর। জেতান দলকেও।


২০২৩ সালের ৩০ আগস্ট এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে শতরান করেছিলেন বাবর। তার পর আর শতরান করতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে। ৮৪টি ইনিংস পর তিন সংখ্যার রান এল তাঁর ব্যাট থেকে। একই সঙ্গে একটি নজির গড়েছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০ তম শতরান করলেন বাবর। ছুঁয়ে ফেললেন প্রাক্তন ক্রিকেটার সৈয়দ আনোয়ারের কীর্তি। একদিনের ক্রিকেটে আনোয়ারেরও ২০টি শতরান রয়েছে। পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে আর কারও এতগুলি শতরান নেই। অর্থাৎ আনোয়ারের সঙ্গে এখন বাবরও একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান করা পাকিস্তানি ক্রিকেটার।


এছাড়া পাকিস্তানের মাটিতে বাবর একদিনের ক্রিকেটে অষ্টম শতরান করলেন। টপকে গেলেন মহম্মদ ইউসুফের সাতটি শতরানের নজির। পাকিস্তানের আর কোনও ক্রিকেটার দেশের মাটিতে একদিনের ক্রিকেটে এতগুলি শতরান করতে পারেননি। শুক্রবার শীর্ষে উঠে এলেন বাবর।


১৩৬তম ইনিংসে ২০তম শতরান করলেন বাবর। এক্ষেত্রে তিনি বিশ্বের তৃতীয় দ্রুততম ব্যাটার। সবচেয়ে কম ১০৮টি একদিনের ইনিংসে ২০টি শতরান রয়েছে হাসিম আমলার। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি একদিনের ক্রিকেটে ২০তম শতরান করেছিলেন ১৩৩তম ইনিংসে। শতরানের পর বাবর বলেন, ‘‌শতরান না পাওয়া নিয়ে খুব চিন্তিত ছিলাম, তা নয়। ঈশ্বর যখন চাইবেন, তখনই হবে। যেভাবে আউট হয়ে যাচ্ছিলাম, সেটা নিয়ে কাজ করেছি। দেশের মাটিতে খেললে চেষ্টা করি, যতটা বেশি সম্ভব সময় ২২ গজে থাকার। সৈয়দ আনোয়ারের মতো খেলোয়াড়ের কীর্তি স্পর্শ করতে পেরে ভাল লাগছে। পাকিস্তানের হয়ে একদিনের ক্রিকেটে ২০টি শতরান করতে পারব কখনও ভাবিনি।’