আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জঘন্য পারফরম্যান্স। গ্রুপ পর্ব থেকেই বিদায়। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে একাধিক সিনিয়র ক্রিকেটারকে বাদ দিতে চলেছেন পাক নির্বাচকরা। যদিও বলা হচ্ছে ‘‌বিশ্রাম’‌। আবার সূত্রের খবর, বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিরা নিউজিল্যান্ড সফরে যেতে চাইছেন না। 


প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ দাবি করেছেন, নিউজিল্যান্ড সফরে অধিনায়ক হতে চলেছেন শাদাব খান। 


প্রসঙ্গত, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান এবার গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে। সিনিয়ররা মোটেও পারফর্ম করতে পারেননি। তিন ম্যাচে পয়েন্ট মাত্র এক। তাও সেটা বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচ থেকে।


দল ছিটকে যাওয়ার পর সে দেশের প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ভক্তরা সিনিয়রদের তুলোধনা করেছেন। রিজওয়ান, বাবর, আফ্রিদিদের পারফরম্যান্স মোটেও আশানুরূপ নয়। 


পিসিবি চাইছে নিউজিল্যান্ড সিরিজে তরুণদের পাঠাতে। তাই সিনিয়রদের ‘‌বাদ’‌ বা ‘‌বিশ্রাম’‌ যাই বলুন দেখা যাবে না কিউয়িদের বিরুদ্ধে ওই সিরিজে। তরুণদের আরও সুযোগ দিতে চায় পিসিবি। 


রশিদ লতিফ যে দলের কথা বলছেন, ওই দলে থাকতে পারেন হাসান নওয়াজ, আলি রাজা, আবদুল সামাদ, আকিফ জাভেদ, মহম্মদ নফয়। এমনকী মহম্মদ হ্যারিস, সুফিয়ান মুকিম, ইরফান খান নিয়াজির মতো তরুণদের কথাও তিনি উল্লেখ করেছেন। 


এছাড়া যে ক্রিকেটারদের কথা ভাবা হচ্ছে তাদের মধ্যে আছেন আরাফাত মিনহাস, জামান খান, মহম্মদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, জাহানবাদ খান, আঘা সলমন, আবরার আহমেদ, উমর বিন ইউসুফ, খুশদিল শাহ। 


প্রসঙ্গত, দুই দেশের সিরিজ শুরু হবে ১৬ মার্চ থেকে। হবে পাঁচটি টি২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ।