আজকাল ওয়েবডেস্ক: আবার বড় ধাক্কা খেলেন বাবার আজম। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের দল থেকে বাদ পড়লেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তবে এই তালিকায় শুধু তিনি একাই নন, আছেন মহম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদিও। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, সাদা বলের ক্রিকেটের হেড কোচ মাইক হেসন এবং অধিনায়ক সলমন আঘার সঙ্গে আলোচনা করেই সিনিয়র ক্রিকেটারদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রিজওয়ানের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার কাছে ০-২ এ সিরিজ হারে পাকিস্তান। সেখানে অংশ নেয় বাবরও। তারপর দু'জনকেই নিউজিল্যান্ড সফর এবং ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ থেকে বাদ দেওয়া হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, 'পাকিস্তানের ম্যানেজমেন্ট এবং নির্বাচক কমিটি বাবর এবং রিজওয়ানকে নিয়ে আর ভাবতে চায় না। তবে হেসন‌ এবং সলমন বলছে, দু'জনের জন্য দরজা চিরতরে বন্ধ হয়ে যায়নি। টি-২০ তে ওদের স্ট্রাইক রেট এবং ব্যাটিং ফর্ম সম্প্রতি পাকিস্তানের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।'

বর্তমান নির্বাচক কমিটিতে আছেন প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ এবং সিকান্দর ভক্ত। আসন্ন দুটো সিরিজে সমস্যা উদ্রেক করা দুই সিনিয়র প্লেয়ারকে নিতে চায়নি তাঁরা। ২০, ২২, ২৪ জুলাই বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ফ্লোরিডায় উড়ে যাবে দল। রিপোর্ট অনুযায়ী, বাবর এবং রিজওয়ানকে বাংলাদেশ সিরিজে চেয়েছিলেন হেসন। কিন্তু দুই তারকাকে নিতে চাননি আকিব জাভেদ। হোম সিরিজে তরুণদের খেলানোর ইচ্ছাপ্রকাশ করেন তিনি। নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন শাহিন আফ্রিদি। চার ম্যাচে মাত্র দুটো উইকেট পান। শেষ ম্যাচে সুযোগ পাননি। অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলায় জড়ান। এটাই তাঁর বিপক্ষে গিয়েছে। আফ্রিদিকে দলে চাননি অধিনায়ক সলমন আঘা। একটি রিপোর্ট অনুযায়ী, লাহোরে প্রস্তুতি চলাকালীন বাবর, রিজওয়ান এবং শাহিনের সঙ্গে দেখা করেন হেসন। আসন্ন সিরিজে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেন। পরের টি-২০ বিশ্বকাপের আগে আফগানিস্তান, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান।