আজকাল ওয়েবডেস্ক: ফাঁস হয়ে গেল গ্লেন ম্যাক্সওয়েলের রহস্য। গতবছর ৫০ ওভারের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। রিপোর্ট অনুযায়ী, ছোট একটি গলফ কার্ট দুর্ঘটনার কবলে পড়েছিলেন ম্যাক্সওয়েল। জানানো হয়েছিল, গলফ কার্ট থেকে পড়ে গিয়েছেন অজি তারকা। মাথায় চোট পেয়েছেন। সেই কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলতে পারেননি ম্যাক্সওয়েল। এবার সেই রহস্য ফাঁস করলেন উসমান খোয়াজা। কিন্তু কীভাবে? অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটারের সঙ্গে একটি মজাদার লাই ডিটেক্টর টেস্ট করা হয়। এই টেস্টে ক্রিকেটারদের কয়েকটা মজার প্রশ্ন করা হয়। উত্তর সঠিক হলে নীল বাতি জ্বলবে। উত্তর ভুল হলে জ্বলবে লাল বাতি এবং সংশ্লিষ্ট ক্রিকেটার একটা হালকা ইলেকট্রিক শক খাবে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে দলের কথা, সব নিয়েই প্রশ্ন করা হয়। সেখানেই ম্যাক্সওয়েলের রহস্য ফাঁস হয়ে যায়। উসমান খোয়াজাকে জিজ্ঞেস করা হয়েছিল, 'তোমার কি মনে হয় গ্লেন ম্যাক্সওয়েলের গলফ কার্ট থেকে পড়ে যাওয়ার গল্প অন্য কিছু ঢাকতে বলা হয়েছিল?' সরাসরি খোয়াজা বলেন, 'না। আমি ওখানে ছিলাম। আমি ওকে কার্ট থেকে পড়ে যেতে দেখেছি।' সঙ্গে সঙ্গে লাল বাতি জ্বলে যায়, এবং খোয়াজাকে ইলেকট্রিক শক দেওয়া হয়। কারণ এই তথ্য মিথ্যে। ইতিমধ্যেই মিচেল মার্শ রহস্যের উদঘাটন করেন। জানান, ম্যাক্সওয়েল দাঁতের নতুন সেট বানাতে তুরস্কে গিয়েছিলেন। 

উসমান খোয়াজা ছাড়াও এই প্রক্রিয়া চালানো হয় ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, প্যাট কামিন্স এবং জশ হেজেলউডের ওপর। হেডকে প্রশ্ন করা হয়, 'একদিনের বিশ্বকাপ জয়ের পর তিনি ৩৫ টার বেশি বিয়ার খেয়েছিলেন কিনা?' সরাসরি না বলেন বিশ্বকাপ ফাইনালের নায়ক। কিন্তু সঙ্গে সঙ্গে ইলেকট্রিক শক পান। অর্থাৎ, তিনি মিথ্যে বলছেন। লাবুশেনকে তাঁর নামের সঠিক উচ্চারণ জিজ্ঞেস করা হয়। খোয়াজাকে জিজ্ঞেস করা হয়, 'ডেভিড ওয়ার্নারকে ছাড়া কি বর্তমান অস্ট্রেলিয়ান দলের পরিবেশ আরও ভাল?' জবাবে না বলেন তিনি। সঙ্গে সঙ্গে লাল লাইট জ্বলে ওঠে। এই মজার খেলা উপভোগ করেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।