আজকাল ওয়েবডেস্ক: ফর্মের ধারেকাছে নেই বিরাট কোহলি। তাঁর রানে ফেরার অপেক্ষায় সবাই। গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় দল পৌঁছনোর পর থেকে সকলের নজর তাঁর দিকে। নিউজিল্যান্ড সিরিজে চূড়ান্ত ব্যর্থ হন। ছয় ইনিংসে কোহলির রান ৯৩। গড় ১৫.৫০। রঞ্জি ট্রফিতে খেলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিন্তু সেটা গ্রাহ্য করেননি তারকা ক্রিকেটার। তবে এবার সফর শুরুর বেশ কয়েকদিন আগেই ক্যাঙ্গারুদের দেশে পৌঁছে যান। এবার বিরাটের পাশে দাঁড়ালেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার ওপেনার মনে করেন, বর্ডার-গাভাসকর সিরিজেই রানে ফিরবেন মহাতারকা। হেড বলেন, 'আমরা ওদের সবাইকে দ্রুত ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। ভারতের বিরুদ্ধে ভাল শুরুর অপেক্ষায়। সিরিজে বিরাটের কিছু মুহূর্ত থাকবে। আশা করব সেটা যেন খুব বেশি না হয়। ও বিশ্বমানের প্লেয়ার। পাঁচ টেস্টের মধ্যে কোনও একটা সময় ও ভাল খেলবেই। আমাদের সেটা বুঝতে হবে এবং সম্মান করতে হবে। আশা করব, আমাদের প্লেয়াররাও ভাল খেলবে।' অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার প্র্যাকটিসের পর জানান ট্রাভিস হেড। 

পারথে রুদ্ধদ্বার অনুশীলন করছে টিম ইন্ডিয়া। অজি তারকা মনে করছেন, এটা কোহলির হারিয়ে যাওয়া ছন্দ ফেরাতে সাহায্য করবে। হেড বলেন, 'ও বড় প্লেয়ার। যেখানেই যায়, ওকে নিয়ে আলোচনা হয়। হয়তো ক্লোজড ডোর অনুশীলন ওকে কিছুটা স্বাধীনতা দেবে। এমন কোনও সিরিজ হবে না যেখানে ভারত খেলবে, এবং কোহলিকে নিয়ে কোনও কথা হবে না।' দ্বিতীয় সন্তানের জন্মের জন্য পারথ টেস্টে খেলবেন না রোহিত শর্মা। ভারত অধিনায়কের এই সিদ্ধান্তকে সমর্থন করেন অজি তারকা। হেড জানান, তিনি রোহিতের জায়গায় থাকলেও তাই করতেন। রোহিতের পাশাপাশি প্রথম টেস্টে পাওয়া যাবে না শুভমন গিলকেও। বুড়ো আঙুলে চিড় ধরেছে তাঁর। তাসত্ত্বেও ভারতীয় দলকে সমীহ করছেন হেড। মনে করেন, দুই তারকা ছাড়াও যথেষ্ট শক্তিশালী দল নামাবে ভারত। এই প্রসঙ্গে হেড বলেন, 'কোনও ভারতীয় দলকে হেলাফেলা করা যাবে না। আগের দুটো সফরেও চোট সমস্যা ছিল। ওদের নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয়। ওরা যাকেই খেলাক, দল শক্তিশালী হবে।' শুক্রবার থেকে শুরু প্রথম টেস্ট।