আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার পথে বড় পদক্ষেপ অস্ট্রেলিয়ার। বক্সিং ডে  টেস্টে ভারতকে হারানোর পরে পরিস্থিতি যে দিকে মোড় নিয়েছে, তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার ব্যাপারে এগিয়ে অস্ট্রেলিয়াই। যদি-কিন্তুর একটা হিসেব অবশ্য রয়েছে।  

রবিবার রোমাঞ্চকর থ্রিলারে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে প্রোটিয়া ব্রিগেড। এদিন মেলবোর্নে অজিদের জয়ের ফলে বর্ডার-গাভাসকর ট্রফিতে সিরিজে ২-১-এ এগিয়ে গেল প্যাট কামিন্সের দল। সেই সঙ্গে ফাইনালে যাওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে গেলেন কামিন্সরা। 

সিডনিতে সিরিজ বাঁচানোর লড়াই এখন টিম ইন্ডিয়ার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত এখন তিন নম্বরে। প্রথম স্থানে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় অস্ট্রেলিয়া। মেলবোর্নে হেরে যাওয়ায় ভারতের ফাইনালে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হল। তবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজ এখনও বাকি। ভারতকে তাকিয়ে থাকতে হবে সেই সিরিজের দিকে। সেই সিরিজে শ্রীলঙ্কার হাতেই ভারতের জিয়নকাঠি। 

সিডনির পরে অস্ট্রেলিয়ার দুই টেস্টের সিরিজ বাকি শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই সিরিজে অস্ট্রেলিয়াকে একটি টেস্টও জেতা চলবে না। সিরিজ ড্র হলেও অস্ট্রেলিয়া ফাইনালে চলে যাবে। শ্রীলঙ্কা ১–০ বা ২–০ ব্যবধানে সিরিজ জিতলে ভারতের সম্ভাবনা থাকবে ফাইনালে যাওয়ার। তবে সিডনিতে জিততেই হবে টিম ইন্ডিয়াকে।

প্রথম দু'বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিল ভারত। কিন্তু দু'বারই ফাইনালে হার মানতে হয়। তৃতীয় বার ফাইনালে  যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ হোয়াইট ওয়াশ হওয়াই ভারতকে ছিটকে দিল।