আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টে ভারতকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া। অ্যাডিলেডের বাইশ গজকে ভারতীয় ব্যাটারদের বধ্যভূমি করতে তৎপর অজিরা। অ্যাডিলেডের হেড কিউরেটর ড্যামিয়েন হুগ জানিয়েছেন, ৬ মিমি ঘাস রাখা হয়েছে পিচে।

এই অ্যাডিলেডেই চার বছর আগে ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন সেবার। 

এবার অবশ্য ভিন্ন প্রেক্ষিত। পারথে জিতে টিম ইন্ডিয়া সিরিজে এগিয়ে রয়েছে ১-০-এ। মানসিক দিক থেকেও চাঙ্গা ভারত। টেস্টের বল গড়ানোর আগে সাংবাদিক বৈঠকে হুগ বলেছেন, ''সবকিছুই প্রায় একই রয়েছে। ঘাস পার্থক্য গড়ে দেবে। জোরে বোলাররা সুবিধা পাবে, কখনও কখনও স্পিনাররা কামড় বসাতে পারবে। বল ঘুরবে সেই সঙ্গে বাউন্সও থাকবে। পিচে ঘাস থাকবে ৬ মিমি।'' 

হুগ জানান, ব্যাট ও বলের লড়াই যাতে সমানে সমানে হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে। নতুন বলে সন্ধ্যাবেলায় ব্যাট করা কঠিন হবে। দু' দলেই রয়েছে দুর্দান্ত কিছু বোলার। তবে বল পুরনো হয়ে গেলে ব্যাটারাও সুবিধা পাবে। 

সিরিজে আপাতত এগিয়ে ভারত। অ্যাডিলেডের দিনরাতের টেস্ট ম্যাচে ভারতকে বেগ দিতে মরিয়া অজিরা। শেষমেশ কী হয়, তা বলবে সময়।