আজকাল ওয়েবডেস্ক: যে উইকেটে স্টার্ক, হ্যাজলউডের সামনে ভারতীয় ব্যাটাররা দাঁড়াতে পারলেন না সেখানেই এবার ধুঁকছে অস্ট্রেলিয়াও। নিজেদের ঘরের মাঠে টেস্ট খেলতে নামে ৫০ রানের মধ্যে ছয় উইকেট খোয়াল অস্ট্রেলিয়া। সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক জসপ্রীত বুমরা। আদর্শ পেস বোলিংয়ের উইকেটে একপ্রকার ধ্বংসলীলা চালিয়ে গেলেন সিরাজ, হর্ষিতরা। মার্নাস লাবুশেনের ক্যাচ প্রথম বলেই ফেলেন কোহলি। কিন্তু তারপরে ৫২ বল খেলে মাত্র দুই রান করে সিরাজের শিকার হন লাবুশেন।
গোটা ইনিংসে একবারের জন্যও তাঁকে স্বাচ্ছন্দ্য মনে হয়নি। ছয় উইকেটের মধ্যে বুমরা নিয়েছেন তিনটি। বাকি দুইয়ের মধ্যে সিরাজ দুটি এবং হর্ষিত একটা উইকেট নিয়েছেন। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে ডবল ডিজিটের ঘরে গিয়েছেন ওপেনার ম্যাকসুইনি(১০) এবং ট্র্যাভিস হেড(১১)। ওপেনার খোয়াজা (৮), স্টিভ স্মিথ (০), মিচেল মার্শ (৬) রানে আউট হয়েছেন। স্মিথকে প্রথম বলেই ফিরিয়েছেন বুমরা। মা উল্লেখ্য, এদিন পারথ টেস্টে ব্যাটিং বিপর্যয় ঘটে ভারতের। মাত্র ১৫০ রানেই শেষ হয়ে যায় টিম ইন্ডিয়া।
মিচেল স্টার্ক, জস হ্যাজলেউডের পেসে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের টপ অর্ডার। একটু বলার মতো রান শুধু ঋষভ পন্থের (৩৭)। আর অভিষেক টেস্টে ব্যাট হাতে চমকে দিলেন নীতীশ কুমার রেড্ডি (৪১)। আর লোকেশ রাহুল করেন ২৬। অজি বোলারদের মধ্যে সবচেয়ে সফল জস হ্যাজলেউড। পেয়েছেন চার উইকেট। দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ।
