আজকাল ওয়েবডেস্ক:‌ এশিয়া কাপে আম্পায়ারদের প্যানেল প্রকাশ্যে এসেছে। এবার এল ধারাভাষ্যকারদের নাম। সুনীল গাভাসকার, রবি শাস্ত্রী–সহ ভারতের বেশ কয়েক জন প্রাক্তন ক্রিকেটারকে দেখা যাবে ধারাভাষ্যকার হিসাবে। থাকবেন ভারতীয় দলের প্রাক্তন দুই সহকারী কোচ ভরত অরুণ এবং অভিষেক নায়ারও।


এটা ঘটনা, আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসাবে নিয়মিত দেখা যায় সুনীল গাভাসকার এবং রবি শাস্ত্রীকে। এ বারের এশিয়া কাপে এমন কয়েক জনকে দেখা যাবে, যাঁরা নিয়মিত খেলার ধারাভাষ্য করেন না। এশিয়া কাপে ইংরেজি ভাষায় ধারাভাষ্যকার হিসাবে গাভাসকার, শাস্ত্রী ছাড়াও থাকছেন সঞ্জয় মঞ্জরেকার, রবীন উথাপ্পা, ওয়াসিম আক্রাম, ওয়াকার ইউনিস, বাজিদ খান, রাসেল আর্নল্ড এবং সাইমন ডুল।


হিন্দি ধারাভাষ্যকার হিসাবে থাকবেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ নায়ার, বীরেন্দ্র শেহবাগ, ইরফান পাঠান, অজয় জাদেজা এবং সাবা করিম। তামিল ধারাভাষ্যকার হিসাবে থাকছেন ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ, ডব্লিউভি রমন, বেঙ্কটপতি রাজু এবং বেনুগোপাল রাও।


সোমবার এশিয়া কাপের ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করেছেন প্রতিযোগিতার সম্প্রচারকারী চ্যানেলের কর্তৃপক্ষ। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর ওমানের সঙ্গে। এ বারের প্রতিযোগিতা হচ্ছে টি–টোয়েন্টি ফরম্যাটে। ১৪ সেপ্টেম্বর ভারত–পাক মহারণ দুবাইয়ে। 

এদিকে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ। ভারত নামবে বুধবার। সেই প্রতিযোগিতায় যে সকল আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন তাদের তালিকা সোমবার প্রকাশ্যে আনল এশীয় ক্রিকেট সংস্থা বা এসিসি। জানা গিয়েছে, ভারত–পাকিস্তান ম্যাচে থাকবেন বাংলাদেশের দুই আম্পায়ার। একজন মাঠে, একজন তৃতীয় আম্পায়ার হিসাবে। ভারত থেকে দু’জন আম্পায়ার থাকছেন এশিয়া কাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে।


ভারত–পাকিস্তান ম্যাচে মাঠে আম্পায়ারিং করবেন মাসুদুর রহমান। তাঁর সঙ্গে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগে। বাংলাদেশের গাজি সোহেল থাকবেন তৃতীয় আম্পায়ার হিসাবে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট।

ভারত থেকে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বীরেন্দ্র শর্মা এবং রোহন পন্ডিত। শ্রীলঙ্কার রুচিরা ছাড়াও থাকছেন রবীন্দ্র উইমালাসিরি। আফগানিস্তানের দুই আম্পায়ার হলেন আহমেদ পাকতিন এবং ইজাতুল্লাহ সফি। পাকিস্তান থেকে দু’জন হলেন আসিফ ইয়াকুব এবং ফয়সল আফ্রিদি। দুই ম্যাচ রেফারি হলেন পাইক্রফ্ট এবং রিচি রিচার্ডসন।


মঙ্গলবার আবু ধাবিতে আফগানিস্তান বনাম হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। ভারত নামছে পর দিন। দুবাইয়ে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি।

টা ঘটনা, জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজ় খেলেছিল ভারত। তার পর আবার এই ফরম্যাটে খেলতে চলেছে তারা। পরের বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ বলে এ বার এশিয়া কাপও টি–টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে। ভারতই গত বার এশিয়া কাপ জিতেছিল।


রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ছাড়া সাম্প্রতিক কালে এই প্রথম কোনও বড় প্রতিযোগিতায় নামছে ভারত। রোহিত এবং কোহলি দু’জনেই গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর অবসর নিয়েছিলেন।

এদিকে, মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ। বুধবারই নামবে টিম ইন্ডিয়া। এদিকে আগামী রবিবার, ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি ভারত–পাকিস্তান। সেই ম্যাচের আগে সূর্যকুমার যাদবদের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা। তাঁর দাবি, পাকিস্তানের স্পিন আক্রমণে সমস্যায় পড়বে ভারত।